সংবাদদাতা, কাটোয়া : প্রায় আশি ছুঁই-ছুঁই বয়সে হেঁটেই দেশ জয় করলেন কালনার কৃষ্ণদেবপুরের বাসিন্দা, বাধাগাছি জুনিয়র হাইস্কুলের প্রাক্তন প্রধানশিক্ষিকা অণিমা তালুকদার। বুড়ো হাড়ের এই ভেলকি দেখে তাজ্জব পরিবার থেকে পড়শি, আত্মীয় থেকে বন্ধুবান্ধব। চেন্নাইয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে বসেছিল মাস্টার্স অ্যাথলেটিক ফেডারেশন অফ ইন্ডিয়া আয়োজিত চ্যাম্পিয়নশিপ আসর। সেই আসরে ৭৫ বছর বয়সের ঊর্ধ্বে হাঁটা প্রতিযোগিতায় রুপো জেতেন অণিমা দেবী।
আরও পড়ুন-মন্দিরের উন্নয়ন মুখ্যমন্ত্রীর হাতেই, দাবি জ্যোতিপ্রিয়র
বছর আটাত্তরের অণিমা দেবী বাড়ি ফেরার পর থেকেই সংবর্ধনার জোয়ারে ভাসছেন। ৫ কিমি হাঁটতে তাঁর সময় লাগে ৫৪ মিনিট সাড়ে ৪৭ সেকেন্ড। তাঁর বিভাগে বিভিন্ন রাজ্যের ২৬ জন প্রতিযোগী ছিলেন। একজন বাদে বাকিদের পিছনে ফেলে এগিয়ে যাওয়ায় নিজেও বেজায় খুশি অণিমা দেবী। বলেন, ‘আগে স্থানীয় ও রাজ্য স্তরের বিভিন্ন প্রতিযোগিতায় সাফল্য পেয়েছি। কিন্তু জাতীয় স্তরে এই প্রথম এত বড় সাফল্য পেলাম।’ এবার সাফল্য পেতে চান আন্তর্জাতিক মঞ্চে। তাঁর মেয়ে অসীমা দেবী জানান, ‘এশীয় মহাদেশের একটি প্রতিযোগিতায় সিঙ্গাপুরে যোগ দিচ্ছেন মা। এরপর আরও বড় মাপের আন্তর্জাতিক প্রতিযোগিতা হবে ফিনল্যান্ডে। সেখানেও মায়ের যোগ দেওয়া প্রায় চূড়ান্ত।’