সংবাদদাতা, জঙ্গিপুর : ঝাড়খণ্ডে গর্ভবতী মহিলা এবং শিশুদের জন্য বরাদ্দ হওয়া প্যাকেটজাত পুষ্টিকর খাবার মুর্শিদাবাদের ফরাক্কাতে এনে পশুখাদ্য হিসেবে ব্যবহার করার অভিযোগ উঠল। বেআইনিভাবে ঝাড়খণ্ডের অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলো থেকে এনে বিক্রির অভিযোগে ফারাক্কা থানার পুলিশ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে।
আরও পড়ুন-পুজো আসছে, পয়লায় বন্ধ হবে ক্রাশার খাদান
জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ঝাড়খণ্ড রাজ্য সরকার সেখানকার গর্ভবতী মহিলা এবং শিশুদের পুষ্টির জন্য অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলো থেকে বিশেষ পুষ্টিকর প্যাকেটজাত খাবার বিতরণের ব্যবস্থা করেছে। শনিবার দেখা যায়, সেই পুষ্টিকর খাদ্য ফরাক্কার দুর্গাপুর এলাকার একটি চালকলে প্রচুর পরিমাণে মজুত করা হয়েছে। খোঁজ নিয়ে জানা যায়, ওগুলো চাল এবং ভুট্টার গুঁড়োর সঙ্গে মিশিয়ে এই রাজ্যে পশুখাদ্য হিসেবে বিক্রি করা হচ্ছে।
আরও পড়ুন-গণেশপুজো নিয়ে রাজ্যের সর্বত্র উৎসাহ তুঙ্গে
এই ঘটনা জানাজানি হতেই শোরগোল পড়ে যায়। ফরাক্কা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অরুণময় দাস বলেন, ‘‘ঝাড়খণ্ডের আইসিডিএস কেন্দ্র থেকে মা এবং শিশুদের জন্য বরাদ্দ হওয়া ওই খাবার সেখানকার কিছু সরকারি কর্মীর মদতে পাচার হয়েছিল। আমরা দলগতভাবে বিষয়টি তদন্ত করে দেখব, সেই সঙ্গে ঝাড়খণ্ড সরকারকে অনুরোধ করব, তদন্ত করে দেখার জন্য।’’
ভূট্টু শেখ নামে চালকলের এক কর্মী বলেন, ‘‘গতকাল রফিক শেখ নামে একজন ওই খাবারের প্যাকেটগুলো দিয়ে যায়। আমরা ভুট্টা ও চালের গুঁড়োর সঙ্গে মিশিয়ে পশুখাদ্য হিসেবে বাজারে বিক্রি করি।’’ ফরাক্কা থানার আইসি দেবব্রত চক্রবর্তী জানান, মিলমালিক গৌতম ভকতকে গ্রেফতার করা হয়েছে।
প্রতিবেদন: ১৩,৪২১ শূন্যপদের জন্য দ্বিতীয় দফার ইন্টারভিউর দিন ঘোষণা করল প্রাথমিক শিক্ষা পর্ষদ (West Bengal…
রাজ্য সরকারের ডিজিটাল পরিষেবা উদ্যোগ আরও একবার জাতীয় স্বীকৃতি পেল। পশ্চিমবঙ্গ সরকারের ‘অনুমোদন’ (Anumodan) নামে…
রাজ্যের কৃষি গবেষণায় বড় সাফল্যের কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। মঙ্গলবার নিজের…
গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…
এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…
প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…