প্রতিবেদন : পাহাড়ের সার্বিক উন্নয়ন ও জিটিএ-র কাজকর্ম নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বুধবার বৈঠক করলেন জিটিএ-প্রধান অনিত থাপা (Mamata Banerjee-Anit Thapa)। এদিন দুপুরে মন্ত্রী অরূপ বিশ্বাসের সঙ্গে মুখ্যমন্ত্রীর ঘরে ঢোকেন অনিত। প্রায় আধ ঘণ্টা আলোচনা হয় পাহাড়ের উন্নয়ন-আর্থিক বরাদ্দ ও জিটিএ নিয়ে। দীর্ঘদিন পাহাড়ে পঞ্চায়েত নির্বাচন হয়নি। জিটিএ-র মাধ্যমে কীভাবে পঞ্চায়েত নির্বাচন করা যায় তার সব দিক নিয়েও মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলোচনা হয়েছে।
আরও পড়ুন-ইন্দিরা-মুজিব চুক্তি ভেঙে সীমান্তে কাঁটাতার, বনগাঁয় ব্যাহত চাষবাস
মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee-Anit Thapa) সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অনিত থাপা বলেন, পাহাড়ে এখন শান্তি বিরাজ করছে। পাহাড়ের ইতিহাসে এই প্রথম আমরা রাজ্য সরকারের সঙ্গে মিলেমিশে কাজ করছি। পাহাড়ের উন্নয়ন আরও কীভাবে করা যায় তা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও ভীষণ আন্তরিক। আমিও কয়েকটি বিষয় নিয়ে কথা বলেছি। পাহাড়ে দীর্ঘ বছর পঞ্চায়েত নির্বাচন হয়নি। জিটিএ-র মাধ্যমে পঞ্চায়েত নির্বাচন করা যায় কি না খতিয়ে দেখা হচ্ছে। আসলে দীর্ঘদিন পর অন্ধকার কাটিয়ে পাহাড়ের মানুষ ভাল আছেন। তাঁদের অনেক আশা আমাদের কাছে। সেটা পূরণ করতে হবে। তবে বিমল গুরুং, অজয় এডওয়ার্ডস ও বিনয় তামাংয়ের সঙ্গে মানুষ নেই। যতই তারা গোর্খাল্যান্ডের গাজর ঝোলাক পাহাড়বাসীর কাছে, পাহাড়ের মানুষ ওদের আর বিশ্বাস করে না।