মহালয়ার দুপুরে কলকাতা নজরুল মঞ্চে ‘জাগোবাংলা’র (Jago Bangla) উৎসব সংখ্যার প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত হন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। প্রত্যেক বছরের মত এ বছরেও তৃণমূল কংগ্রেস পরিবারের সদস্য, রাজ্যের বিধায়ক মন্ত্রী এবং অগণিত সাধারণ দর্শকের উপস্থিতিতে দলীয় মুখপত্রের পুজোসংখ্যার উদ্বোধন করলেন তৃণমূল সুপ্রিমো। এবছরের অন্যতম আকর্ষণ ছিল মুখ্যমন্ত্রীর কথায় সুরে বাংলা গানের অ্যালবাম ‘অঞ্জলি’র প্রকাশ। বাংলার বিখ্যাত শিল্পীদের পাশাপাশি নতুন প্রজন্মের গায়ক গায়িকাদের কণ্ঠে পরিবেশিত গানগুলি যেন অনুষ্ঠানকে এক অন্য মাত্রায় পৌছে দিলো।
আরও পড়ুন: মুম্বইয়ের স্কুলে মিড ডে মিল খেয়ে হাসপাতালে ভর্তি ৩৮ পড়ুয়া
এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সকলকে শারদীয়ার শুভেচ্ছা জানাবার পাশাপাশি ইন্দ্রনীল সেনের অনুরোধে অঞ্জলি অ্যালবাম থেকে নিজে দু-কলি গান গেয়েও শোনান। এই গানটি রেকর্ড করেছেন শ্রীরাধা বন্দোপাধ্যায়, তিনি মঞ্চে তা উপস্থাপিত করেন। এই অ্যালবামের জন্য গান গেয়েছেন সংগীত শিল্পী নচিকেতা চক্রবর্তী। তিনি সেই সংগীত পরিবেশনের পর মুখ্যমন্ত্রীর অনুরোধে রবীন্দ্র সংগীত গেয়েও শোনান। এদিন দেবজ্যোতি , ঐতিহ্যের পাশাপাশি বিশিষ্ট শিল্পী ও রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল সেন (Indranil Sen) মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় সুরে ‘অঞ্জলি’ অ্যালবামের গান পরিবেশন করেন। অনুষ্ঠানের শেষে ‘ উৎসব’ সংখ্যার লেখক লেখিকা- সহ সাংবাদিকদের হাতে বইটি তুলে দেওয়া হয়।