হাওড়ায় প্রায় ১ হাজার বস্ত্র ব্যবসায়ীর বেচাকেনার ব্যবস্থা করল প্রশাসন। শুক্রবার ডোমজুড়ের অঙ্কুরহাটিতে একটি বস্ত্রহাটের সূচনা করলেন বিধায়ক ও তৃণমূলের হাওড়ার (সদর) সভাপতি কল্যাণ ঘোষ (Kalyan Ghosh)। উপস্থিত ছিলেন সাঁকরাইলের বিধায়ক প্রিয়া পাল, মহিয়াড়ি-২ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান মনতাজ মোল্লা সহ আরও অনেকে। দোতলা এই বস্ত্রহাটে প্রায় ১ হাজার ব্যবসায়ী গারমেন্টের পাইকারি ও খুচরো বিক্রিবাটা করতে পারবেন। হাওড়ার বিভিন্ন প্রান্ত সহ উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হুগলি থেকেও ব্যবসায়ীরা পোশাক সামগ্রীর পসরা নিয়ে এখানে বেচাকেনা করতে আসবেন। এর ফলে এখানকার আর্থ-সামাজিক অবস্থারও অনেক উন্নতি হবে।
আরও পড়ুন – গঙ্গাসাগর মেলার সাফল্যে উচ্ছ্বসিত মুখ্যসচিব
সপ্তাহে প্রতি শুক্রবার সারাদিন এবং শনিবারও কিছুক্ষণ এখানে হাট বসবে। পাইকারির পাশাপাশি খুচরো বেচাকেনাও চলবে এই গারমেন্টস হাটে। বিধায়ক কল্যাণ ঘোষ (Kalyan Ghosh) বলেন, ‘‘মঙ্গলাহাট ও মেটিয়াবুরুজের পর এই অঙ্কুরহাটিতেও বস্ত্রহাট চালু হওয়ায় বহু ব্যবসায়ী উপকৃত হবেন। অনেকেই এখানে তাঁদের জিনিসপত্র নিয়ে এসে ব্যবসা করতে পারবেন। এখানকার যোগাযোগ ব্যবস্থাও অনেক উন্নত হওয়ায় দূর-দূরান্ত থেকেও ব্যবসায়ীরা এখানে সহজেই আসতে পারবেন। হাওড়া ও সংলগ্ন এলাকার খুচরো বিক্রেতারাও এখান থেকে মালপত্র কিনে নিয়ে যেতে পারবেন।” বিধায়ক প্রিয়া পাল বলেন, এই অঙ্কুরহাটি এলাকাতেই এইরকম আরও কয়েকটি গারমেন্টস হাব চালু হবে। ফলে এখানে আরও অনেক ব্যবসায়ী পাইকারি ও খুচরো বেচাকেনা করতে পারবেন।