প্রতিবেদন: প্রকাশিত হল আগামী ২০২৫ সালের উচ্চমাধ্যমিক (Higher Secondary Education) পরীক্ষার প্র্যাকটিক্যাল পরীক্ষার রুটিন। বিজ্ঞপ্তিতে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ জানায়, আগামী ২ ডিসেম্বর থেকে প্র্যাক্টিক্যাল পরীক্ষা শুরু হবে। ২০ ডিসেম্বর পর্যন্ত চলবে। নভেম্বর মাসের ২৭ তারিখে সংসদের পক্ষ থেকে সমস্ত স্কুলে স্কুলে প্র্যাক্টিক্যাল পরীক্ষার জন্য ৪ পাতা ও ২ পাতার শূন্য উত্তরপত্র এবং প্রশ্নপত্র দেওয়া হবে। আরও নির্দেশ দিয়ে সংসদ জানিয়েছে, সংশ্লিষ্ট বিষয়ের শিক্ষকরাই কেবল পরীক্ষা নিতে পারবে। যদি কোনও স্কুলে সেই বিষয়ের শিক্ষক না থাকে তবে অন্য স্কুল থেকে সেই শিক্ষককে এনে পরীক্ষা নিতে হবে। তবে স্থানীয় সংসদের অফিসে সেই নতুন স্কুলের শিক্ষককে একটি অনুমতিপত্র বা সম্মতিপত্র জমা দিতে হবে এবং জমা দিতে হবে ‘নো অবজেকশন লেটার’। এই প্র্যাকটিক্যালের উত্তর পত্র আপাতত প্রধান শিক্ষকের ঘরে লকারে সংরক্ষিত করে রাখতে হবে। ৩১ ডিসেম্বরের মধ্যে সংসদের পোর্টালে অনলাইন মাধ্যমে প্র্যাক্টিক্যাল পরীক্ষার নম্বর আপলোড করতে হবে। এছাড়াও সংসদ আরও জানিয়েছে, যারা আগের বছর প্র্যাক্টিক্যাল পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, তাদের আর নতুন করে পরীক্ষায় দিতে হবে না।
আরও পড়ুন- প্ররোচনায় পা দেবেন না, সংগঠন মজবুত করুন, ২৫০ সিট নিয়ে ২৬-এ আসছে তৃণমূলই