২৪ রোগী কল্যাণ সমিতির নয়া সদস্যদের নাম ঘোষণা

হাসপাতালের দায়িত্ব বণ্টনে নতুন কাঠামো তৈরি করলেন মুখ্যমন্ত্রী।

Must read

প্রতিবেদন : রাজ্যের সমস্ত মেডিক্যাল কলেজের রোগী কল্যাণ সমিতি ভেঙে দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, সরকারি হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান হবেন সেই হাসপাতালেরই সুপার বা অধ্যক্ষ। সেই মতোই সোমবার বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হল নতুন রোগী কল্যাণ সমিতির সদস্যদের নাম। হাসপাতালের দায়িত্ব বণ্টনে নতুন কাঠামো তৈরি করলেন মুখ্যমন্ত্রী। সোমবার নতুন করে রাজ্যের ২৪টি মেডিক্যাল কলেজের রোগী কল্যাণ সমিতির প্রতিনিধিদের নাম ঘোষণা করা হল। এসএসকেএম হাসপাতালে সরকারি প্রতিনিধি হয়েছেন মন্ত্রী অরূপ বিশ্বাস। এনআরএস-এ রাখা হয়েছে সুপ্তি পাণ্ডেকে। আরজি কর রোগী কল্যাণ সমিতির সরকারি প্রতিনিধি হয়েছেন কলকাতা পুরসভার ডেপুটি মেয়র অতীন ঘোষ। এছাড়াও সদস্য করা হয়েছে যাঁদের তাঁরা হলেন, কলকাতা মেডিক্যাল কলেজে শশী পাঁজা, ন্যাশনাল মেডিক্যাল কলেজে জাভেদ খান, সাগর দত্ত মেডিক্যাল কলেজে মদন মিত্রকে করা হয়েছে রোগী কল্যাণ সমিতির সরকারি প্রতিনিধি।

আরও পড়ুন-মিড ডে মিলে অর্থ বরাদ্দ

এছাড়া মালদহ মেডিক্যাল কলেজের রোগী কল্যাণ সমিতিতে সরকারি প্রতিনিধি হয়েছেন কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরী, বর্ধমান মেডিক্যাল কলেজে খোকন দাস, উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে গৌতম দেব, বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে অরূপ চক্রবর্তী, মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে অপূর্ব সরকার, রায়গঞ্জ সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে কৃষ্ণ কল্যাণী, রামপুরহাট সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে আশিস বন্দ্যোপাধ্যায়, কোচবিহার সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে অভিজিৎ দে ভৌমিক, আরামবাগের প্রফুল্লচন্দ্র সেন সরকারি মেডিক্যাল কলেজে ও হাসপাতালে মিতালি বাগ।
পুরুলিয়া সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে সরকারি প্রতিনিধি করা হয়েছে শান্তিরাম মাহাতোকে। তাম্রলিপ্ত সরকারি মেডিক্যাল কলেজে সৌমেন মহাপাত্র, বারাসত সরকারি মেডিক্যাল কলেজে কাকলি ঘোষ দস্তিদার, ঝাড়গ্রাম সরকারি মেডিক্যাল কলেজে দুলাল মুর্মু, উলুবেড়িয়ার শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সরকারি মেডিক্যাল কলেজে পুলক রায়, জলপাইগুড়ি সরকারি মেডিক্যাল কলেজে মহুয়া গোপ, চিত্তরঞ্জন সেবাসদনে সুব্রত বক্সি এবং বিসি রায় মেমোরিয়াল হাসপাতালে স্বপন সমাদ্দার।

Latest article