বিরক্ত বিচারপতি

দু-একটি ক্ষেত্রে অনুমতি দিলেও বারবার এই একই ঘটনার পুনরাবৃত্তিতে রীতিমতো বিরক্ত হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ (Tirthankar Ghosh)।

Must read

প্রতিবেদন : পুলিশ কোনও সভা বা মিছিল করার অনুমতি না দিলেই বিশেষত গদ্দার অধিকারী হাইকোর্টের (Highcourt) দ্বারস্থ হন। দু-একটি ক্ষেত্রে অনুমতি দিলেও বারবার এই একই ঘটনার পুনরাবৃত্তিতে রীতিমতো বিরক্ত হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ (Tirthankar Ghosh)।

আরও পড়ুন-সাংসদদের সময় দিয়েও মিথ্যাচার কমিশনের, পুলিশের হামলায় আহত তৃণমূল কংগ্রেসের দুই সাংসদ মিতালি এবং মহুয়া

কলকাতা ও রাজ্যের বিভিন্ন জায়গায় মিছিল-মিটিং করার অনুমতি চেয়ে বারবার মামলা হওয়ায় রীতিমতো বিরক্ত বিচারপতি। বললেন, ‘মিছিল-মিটিং নিয়ে অনুমতি চাইলে এবার থেকে জনস্বার্থ মামলা করুন। ডিভিশন বেঞ্চে যান।’ স্পষ্ট জানালেন, ‘একক বেঞ্চ মিছিল নিয়ে অনুমতি সংক্রান্ত মামলা শুনবে না।’

Latest article