ইউজিন, ২১ জুলাই : ইউজিনে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে মেয়েদের জ্যাভলিনের ফাইনালে ভারতের অন্নু রানি। তিনি প্রথম ভারতীয় অ্যাথলিট যিনি টানা দ্বিতীয়বার বিশ্ব চ্যাম্পিয়নশিপে এই ইভেন্টের ফাইনালে উঠলেন। এর আগে ২০১৯ সালে দোহায় অনুষ্ঠিত বিশ্ব চ্যাম্পিয়নশিপেও মেয়েদের ফাইনালে উঠেছিলেন অন্নু।
আরও পড়ুন-মুখ্যমন্ত্রীর জন্যই আমি এই জায়গায়: বীরবাহা হাঁসদা
এবারের টুর্নামেন্টের যোগ্যতা অর্জন পর্বে গ্রুপ ‘বি’-তে ছিলেন অন্নু। শুরুটা করেছিলেন হতাশাজনকভাবে। তাঁর প্রথম থ্রো বাতিল হয়ে যায়। দ্বিতীয় থ্রো ৫৫.৩৫ মিটার দূরে ছুঁড়েছিলেন অন্নু। যদিও তা ফাইনালে ওঠার জন্য যথেষ্ট ছিল না। তবে তৃতীয় থ্রোয়ে ৫৯.৬০ মিটার দূরত্ব অতিক্রম করে বাজিমাত করেন তিনি। ভারতীয় সময় শনিবার সকালে অন্নুর ফাইনাল। তাঁর সামনে এবার অঞ্জু ববি জর্জের পর দ্বিতীয় ভারতীয় অ্যাথলিট হিসেবে বিশ্বচ্যাম্পিয়নশিপের আসরে পদক জয়ের সুযোগ।