সংবাদদাতা, জঙ্গিপুর : পুলিশকর্মীদের শারীরিক দক্ষতা বাড়ানোর জন্য সোমবার শুরু হল জঙ্গিপুর পুলিশ জেলার প্রথম ক্রীড়ানুষ্ঠান। অংশ নেন জঙ্গিপুরের অন্তর্গত পাঁচটি থানার আধিকারিক ও পুলিশকর্মীরা। সূচনা করেন বিদ্যুৎ দফতরের প্রতিমন্ত্রী মোঃ আখরুজ্জামান। ছিলেন জঙ্গিপুেরর পুলিশ সুপার ভোলানাথ পান্ডে, সুতির বিধায়ক ইমানি বিশ্বাস, জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমান প্রমুখ।
আরও পড়ুন-উষ্ণতম ডিসেম্বর কলকাতায়, শীতের দেখা নেই
মুর্শিদাবাদের নতুন এই পুলিশ জেলায় কোনও স্পোর্টস গ্রাউন্ড ছিল না। ভোলানাথ পান্ডে দায়িত্বভার নেওয়ার পর পুলিশকর্মীদের জন্য স্পোর্টস গ্রাউন্ড তৈরির উদ্যোগ নেন। সেইমতো আহিরণ পুলিশ আউটপোস্টের নিকটবর্তী নিচু জমিকে সংস্কার করে স্থায়ী পুলিশ গ্রাউন্ড তৈরি করা হয়েছে। এদিনের অনুষ্ঠানে সেরাদের পুরস্কৃত করা হয়। মঙ্গলবার সমাপ্তি অনুষ্ঠানে থাকবেন দক্ষিণবঙ্গের আইজি এসএন গুপ্তা। পুলিশ সুপার জানান, ‘পুলিশকর্মীদের জন্য ফিজিকাল ট্রেনিং গ্রাউন্ডের খুবই প্রয়োজন। উপযুক্ত জায়গাও পেয়েছি। প্রতি বছরই এই মাঠে বার্ষিক ক্রীড়া করব।’