মা ক্যান্টিনের প্রসারে বরাদ্দ আরও পঞ্চাশ কোটি টাকা

সোমবার বিধানসভার প্রশ্নোত্তর পর্বে রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম এই বিষয়ে বিস্তারিত পরিসংখ্যান পেশ করেছেন।

Must read

প্রতিবেদন : সামান্য পয়সার বিনিময়ে গরিব মানুষের পেট ভরাতে ২০২১ সালের ১৫ ফেব্রুয়ারি পথচলা শুরু করে মা ক্যান্টিন। ৩২টি কাউন্টার দিয়ে কলকাতায় পথচলা শুরু করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্কপ্রসূত ওই কর্মসূচি বর্তমানে মহীরুহে পরিণত হয়েছে। গোটা রাজ্যেই জনপ্রিয়তার তুঙ্গে মা ক্যান্টিন। সোমবার বিধানসভার প্রশ্নোত্তর পর্বে রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম এই বিষয়ে বিস্তারিত পরিসংখ্যান পেশ করেছেন।

আরও পড়ুন-নবান্নে গিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন নওশাদ সিদ্দিকী!

তিনি জানান, বর্তমানে ব্লক, পুরসভা ও কর্পোরেশন এলাকায় চলছে মা ক্যান্টিন। ৩৩টি মেডিক্যাল কলেজ ও কয়েকটি জেলা হাসপাতালেও এই ক্যান্টিন চালু রয়েছে। ২১ লক্ষের বেশি মানুষ প্রতি মাসে মা ক্যান্টিন থেকে ৫ টাকায় ডিম-ভাত খান। যার জন্য প্রায় ১২৯ কোটি টাকা খরচ হয়েছে রাজ্যের। প্রায় ৭ কোটি ২৯ লক্ষ মানুষ এখনও পর্যন্ত এই ক্যান্টিনে খাওয়াদাওয়া করেছেন। এই ক্যান্টিনগুলির মানোন্নয়নে আরও ৫০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বলে মন্ত্রী জানিয়েছেন। এখানে বলে রাখা দরকার, প্রথমে মাত্র ৩২টি ক্যান্টিন নিয়ে চালু হয়েছিল এই প্রকল্প। ২০২২ সালে সেই সংখ্যা বেড়ে হয় ২১২টি। বর্তমানে রাজ্যে ‘মা ক্যান্টিন’-এর সংখ্যা ক্রমেই বাড়ছে। যেখানে একেবারে নামমাত্র খরচে দুপুরের খাবার খেতে পারেন মানুষ। মহিলা স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের দিয়েই চালানো হচ্ছে এই প্রকল্প।

Latest article