প্রতিবেদন : বিগত বছরগুলিতে শহরে পরিস্রুত পানীয় জল সরবরাহে দৃষ্টান্ত স্থাপন করেছে কলকাতা পুরসভা (KMC)। মেয়র ফিরহাদ হাকিমের তত্ত্বাবধানে পরপর জলপ্রকল্প ও পাম্পিং স্টেশনের মাধ্যমে ঘরে-ঘরে পানীয় জল পৌঁছেছে। আসন্ন ২০২৫-২৬ অর্থবর্ষের পুর বাজেটে শুধুমাত্র জল সরবরাহের জন্য বরাদ্দ করা হয়েছে ৪৫৪ কোটি ৯০ লক্ষ ২০ হাজার টাকা। এবার অ্যাডেড এরিয়া যাদবপুর ও টালিগঞ্জ অঞ্চলে পানীয় জল সরবরাহ আরও মসৃণ করতে প্রায় ৭০০ কোটি টাকা ব্যয় করছে পুরসভা।
আরও পড়ুন-বিজেপি ফ্যাসিবাদী নয়, সিপিএমের নয়া অবস্থানে প্রবল ক্ষুব্ধ বাম শরিকরা
সোম এবং মঙ্গলের পুর বাজেট অধিবেশনে একাধিক কাউন্সিলর এই বিষয়টি তুলে ধরেন। মঙ্গলবার মেয়র ফিরহাদ হাকিম বলেন, জল সরবরাহে কোনও খামতি রাখতে চায় না কলকাতা পুরসভা। যাদবপুর-টালিগঞ্জের মানুষকে এখনও কিছুটা কষ্ট করতে হয়। কিন্তু মুখ্যমন্ত্রী যখন আমায় এই দায়িত্ব দেন, তখনই মানুষের এই সমস্যা নিবারণের নির্দেশ দিয়েছিলেন। সেইমতো এবার শুধুমাত্র যাদবপুর-টালিগঞ্জে পরিস্রুত পানীয় জল পৌঁছে দিতে প্রায় ৭০০ কোটি টাকা খরচ করছে পুরসভা। ধাপার জলপ্রকল্পে দৈনিক ২০ মিলিয়ন গ্যালন এবং ঢালাই ব্রিজের কাছে দৈনিক ১০ মিলিয়ন গ্যালন কার্যক্ষমতাসম্পন্ন দুটি জল শোধনাগার তৈরির কাজ চলছে। আগামী বছরে মধ্যেই যাবতীয় সুফল মিলবে বলে আশাবাদী মেয়র ফিরহাদ হাকিম।