সংবাদদাতা, কাঁথি : কাঁথি পুরসভার পথবাতি কেলেঙ্কারিতে আরও একজন গ্রেফতার। সোমবার রাতে কাঁথি থানার পুলিশ বাড়ি থেকে গ্রেফতার করল ভরত প্রধানকে। ভরত কাঁথি পুরসভার ২১ নম্বর ওয়ার্ডের কনকপুরের বাসিন্দা। মঙ্গলবার কাঁথি আদালত তাকে ১৪ দিনের পুলিশ হেফাজত দিয়েছে।
আরও পড়ুন-অপহরণ করে শিশুহত্যা অভিযুক্তের ঘরে আগুন
বিরোধী দলনেতার ছোট ভাই ও বিজেপির কাঁথি সাংগঠনিক জেলার সম্পাদক সৌমেন্দু অধিকারী চেয়ারম্যান থাকাকালীন ‘গ্রিন সিটি মিশন’ প্রকল্পে শহরের সৌন্দর্যায়ন ও এলইডি লাইট বসানোর কাজে কোটি কোটি টাকার দুর্নীতি হয়েছে। গত ডিসেম্বরে জনৈক পল্লব দত্ত থানায় অভিযোগ করেন। তার ভিত্তিতে অতিরিক্ত জেলাশাসক (জেলা পরিষদ) শ্বেতা আগরওয়াল এবং অতিরিক্ত পুলিশ সুপার (গ্রামীণ) মানব সিংলার নেতৃত্বে ইঞ্জিনিয়ারদের নিয়ে একটি বিশেষজ্ঞ কমিটি গঠিত হয়। তদন্তে প্রায় ১৮–২০ কোটি টাকার বেনিয়ম হয়েছে বলে জানা যায়। তার জেরে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার দিলীপকুমার চুয়ানকে গ্রেফতার করে। সেই পথবাতি কেলেঙ্কারিতে এবার গ্রেফতার ভরত। ভরত কাঁথি ১ ব্লক ভূমি ও ভূমিসংস্কার দফতরে মুহুরি ছিল। বড় জমি কিনে, ছোট ছোট প্লটে বিক্রি করত। পাশাপাশি প্রোমোটিংও করত। তার নামে কাঁথি শহরে ১০০ ডেসিমেলের বেশি জমি রয়েছে। একজন মুহুরি হয়ে এত টাকা ভরত কোথায় পেল, তার খোঁজ করছে পুলিশ।