লালকেল্লা বিস্ফোরণে ফের গ্রেফতার ফরিদাবাদ থেকে

গত ১০ নভেম্বর এই আত্মঘাতী হামলায় ১৫ জন নিহত এবং বহু মানুষ আহত হন।

Must read

নয়াদিল্লি : বুধবার জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ) দিল্লির লালকেল্লার বাইরে বিস্ফোরক-ভর্তি গাড়ি বিস্ফোরণের ঘটনায় জড়িত এক ব্যক্তিকে আশ্রয় দেওয়ার অভিযোগে ফরিদাবাদ থেকে সোয়াব নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। গত ১০ নভেম্বর এই আত্মঘাতী হামলায় ১৫ জন নিহত এবং বহু মানুষ আহত হন। সোয়াব, যাকে এই মামলায় গ্রেফতার হওয়া সপ্তম ব্যক্তি হিসেবে চিহ্নিত করা হয়েছে, তিনি মূল অভিযুক্ত সন্ত্রাসবাদী ডাঃ উমর উন নবিকে হামলার আগে লজিস্টিক সহায়তা প্রদান এবং একাধিক স্থানে আশ্রয় দেওয়ার জন্য অভিযুক্ত।

আরও পড়ুন-সাইবার প্রতারকদের হুমকিতে আত্মঘাতী আইনজীবী

জম্মু ও কাশ্মীর পুলিশের ফাঁস করা একটি ‘হোয়াইট-কলার’ সন্ত্রাসবাদী মডিউলের সঙ্গে যুক্ত ছিলেন চিকিৎসক উমর। ফরিদাবাদের আল-ফালাহ বিশ্ববিদ্যালয়ের সাথে যুক্ত তাঁর বেশ কয়েকজন সহযোগী—শাহিন সাঈদ, মুজাম্মিল শাকিল এবং আদিল রাথার— ইতিমধ্যে হেফাজতে রয়েছেন। এনআইএ-র জারি করা বিবৃতি অনুসারে, ফরিদাবাদের ধৌজ এলাকার বাসিন্দা সোয়াব এই মামলায় গ্রেফতার হওয়া সপ্তম ব্যক্তি। তদন্তকারীরা জানতে পেরেছেন যে সোয়াব আল-ফালাহ বিশ্ববিদ্যালয়ে ওয়ার্ড বয় হিসেবে কাজ করতেন এবং উমর ও মুজাম্মিলকে চিনতেন। তদন্তকারীরা বলেছেন যে তিনি নিয়মিতভাবে মেওয়াত থেকে রোগীদের চিকিৎসক উমর এবং মুজাম্মিলের কাছে নিয়ে যেতেন, যার ফলে তাদের সাথে তার নিয়মিত যোগাযোগ বজায় ছিল। অভিযুক্ত সোয়াব উমরের জন্য নুহ-তে তাঁর ভগিনীপতির বাড়িতে থাকার ব্যবস্থা করেছিলেন এবং পরে অন্যান্য স্থানেও আশ্রয় দিয়েছিলেন। হামলার আগে উমরের যাতায়াতে সহায়তা করতে লজিস্টিক সহায়তা দেওয়ার অভিযোগও সোয়াবের বিরুদ্ধে রয়েছে। জাতীয় তদন্ত সংস্থার সরকারি মুখপাত্র এক বিবৃতিতে বলেছেন, আত্মঘাতী বোমা হামলার সাথে সম্পর্কিত বিভিন্ন সূত্র ধরে তদন্ত চালানো হচ্ছে এবং জড়িত বাকিদের শনাক্ত ও ট্র্যাক করার ক্ষেত্রে সংশ্লিষ্ট পুলিশ বাহিনীর সাথে সমন্বয় রেখে বিভিন্ন রাজ্যে তল্লাশি চালানো হচ্ছে।

Latest article