ফাঁস হয়ে গেল আর এক বিজেপি ডাক্তারের ‘কীর্তি’

অক্সফোর্ডে মুখ্যমন্ত্রীর বক্তৃতা মঞ্চে অসভ্যতা করে বাম-বিজেপি ফেসবুকে বাহবা অর্জন করতে ব্যস্ত।

Must read

প্রতিবেদন : অক্সফোর্ডে মুখ্যমন্ত্রীর বক্তৃতা মঞ্চে অসভ্যতা করে বাম-বিজেপি ফেসবুকে বাহবা অর্জন করতে ব্যস্ত। আর এই ঘটনায় সামনে এসেছে আরও এক বিজেপি কর্মীর পরিচয়। রজতশুভ্র বন্দ্যোপাধ্যায়। বিজেপি কর্মী। নামের পাশে আবার রয়েছে ডাক্তারি ডিগ্রিও। আর তাঁর বিরুদ্ধে রয়েছে চাঞ্চল্যকর অভিযোগও। রোগীর সন্তান প্রসবে বড় অস্ত্রোপচারের সময় এই গুণধর ডাক্তার ঘুমিয়ে পড়েছিলেন। সেই ডাক্তারবাবুই আবার ভিডিও শেয়ার করে জানিয়েছেন, বিজেপির উচ্চ নেতৃত্বের সঙ্গে কথা বলেই তাঁরা কেলগ কলেজে গন্ডগোল পাকানোর কর্মসূচি নিয়েছিলেন। তাঁর কথায়, ফাঁস আয়োজন করেছিলেন। পরবর্তী কর্মসূচি কলকাতায় বিজেপির নেতারা সামলে নেবেন বলেও দাবি করেন রজতশুভ্র।

আরও পড়ুন-মায়ানমারে চলবে আফটার শক

এহেন ডাক্তারবাবু রজতশুভ্র বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে পরিচয়টা এবার সেরে নেওয়া যাক। রোগী যখন অস্ত্রোপচারের টেবিলে শুয়ে সন্তান প্রসব করছিলেন, তখন এই অ্যানেস্থেশিস্ট চেয়ারে বসে ঘুমিয়ে পড়েছিলেন। শুধু তাই নয়, এতটাই দায়িত্বজ্ঞানহীন যে, রোগী ‘অসুস্থ’ বলে জানিয়ে আরেকবার ঘুমিয়ে পড়েন তিনি। ডেইলি মেল সংবাদপত্রে ফলাও করে তাঁর গুণের কথা ছাপানো হয়েছিল। মেডিক্যাল প্র্যাকটিশনার্স ট্রাইব্যুনাল সার্ভিসে তাঁর অসদাচরণের অভিযোগে মামলা চলে।২০১৩ সালে রয়্যাল বোল্টন হাসপাতালে এই ঘটনা ঘটে। হাসপাতাল কর্মীরাই তাঁর গুণের কথা ফলাও করে জানিয়েছিলেন।
তার আগে ২০০৯ সালে তিনি এমনই কর্তব্যে গাফিলতি করেন। দু’জন রোগীর তত্ত্বাবধানের দায়িত্ব এড়িয়ে হাসপাতালে অনুষ্ঠানে ব্যস্ত থাকেন তিনি। আরেকবার পক্ষাঘাতের চিকিৎসাধীন এক রোগীকে ওষুধ দেওয়ার সময় তিনি পর্যাপ্ত সতর্কতা অবলম্বন করেননি বলেও তাঁর বিরুদ্ধে অভিযোগ ওঠে। ২০০৬ সালে সেন্ট হেলেনসের হুইস্টন হাসপাতালে তাঁর বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ছিল একাধিক।

Latest article