আর এক বিজেপি বিধায়কের অশ্লীল ছবি নিয়ে তোলপাড়

নরেন্দ্রনাথ চক্রবর্তীর কথায়, আসলে এটাই বিজেপির সংস্কৃতি। বিজেপি এই সংস্কৃতিতেই অভ্যস্ত। এরা বাংলা বিরোধী, বাংলার মানুষের বিরোধী।

Must read

প্রতিবেদন: শমীক ভট্টাচার্য, দিলীপ ঘোষের পর ফের সামনে এল আরও এক বিজেপি বিধায়কের অশ্লীল ভিডিও। অভিযোগ, ভাইরাল ওই ভিডিওয় যাকে দেখা গিয়েছে তিনি হলেন দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুই। ওই ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই বিজেপিকে তীব্র কটাক্ষ করে তৃণমূল বলছে, এটাই বিজেপির সংস্কৃতি। যদিও ভিডিওর ওই ব্যক্তি তিনি নন বলেই দাবি করেছেন বিজেপি বিধায়ক।

আরও পড়ুন-দিল্লিতে দেওয়াল ধসে মৃত ৮ প্রাণ হারাল দুই শিশুও

তবে তাঁর অভিযোগ উড়িয়ে তৃণমূলের পশ্চিম বর্ধমান জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন, কেন বারবার বিজেপি নেতাদেরই এই ধরনের ছবি ভাইরাল হয়? এটা প্রথম নয়, এর আগে শমীক ভট্টাচার্যর অডিও বা দিলীপ ঘোষদের বিতর্কিত ভিডিও প্রকাশ্যে এসেছে। নরেন্দ্রনাথ চক্রবর্তীর কথায়, আসলে এটাই বিজেপির সংস্কৃতি। বিজেপি এই সংস্কৃতিতেই অভ্যস্ত। এরা বাংলা বিরোধী, বাংলার মানুষের বিরোধী। সেই কারণেই আজ আমাদের বাংলাভাষীদের বিজেপি বিরুদ্ধে লড়াই করতে হচ্ছে। অবশ্য এর আগেও ইডি, সিবিআই নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক। প্রকাশ্যেই রাজ্যের মন্ত্রী মলয় ঘটক ও প্রদীপ মজুমদারের বাড়িতে ইডি, সিবিআই পাঠানো হবে বলে হুমকি দেন তিনি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি যে বিজেপির হাতের পুতুল সেটাই ফাঁস করে দেন তিনি। এবার তাঁর অশ্লীল ভিডিওর জেরে ফের চরম অস্বস্তিতে রাজ্য বিজেপি।

Latest article