মহারাষ্ট্রে নৃশংস খুন ফের বাংলার শ্রমিক

Must read

প্রতিবেদন : বিজেপি-শাসিত মহারাষ্ট্রে (Worker_maharashtra) ফের নৃশংসতার শিকার বাংলার সন্তান! পেটের টানে কাজে গিয়ে নৃশংসভাবে খুন হতে হল বাসন্তীর ১৯ বছরের মোরসেলিম সরদারকে। তাঁকে খুন করে গাছে ঝুলিয়ে দেওয়া হয়েছিল। ঘটনার কথা জানাজানি হতেই চারিদিকে নিন্দার ঝড়। বিজেপি-শাসিত রাজ্যে বাংলা ও বাঙালির নিগ্রহ চলছেই। তৃণমূল নেতৃত্বের বক্তব্য, মোদিজির ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে বাঙালি শ্রমিকেরা এখন আদৌ নিরাপদ নন। প্রতিদিনই কোনও না কোনও রাজ্যে বাঙালি পরিযায়ী শ্রমিকদের (Worker_maharashtra) খুন করা হচ্ছে। বাংলার মানুষ সব দেখছেন, ভোটে এর যথোচিত জবাব দেবেন।

আরও পড়ুন-থিম কান্ট্রি আর্জেন্টিনা, কলকাতা বইমেলার উদ্বোধন ২২ জানুয়ারি

Latest article