প্রতিবেদন: পূজা খেদকরের পরে আরও এক আইএএস অফিসারের বিরুদ্ধে জাল নথি পেশের অভিযোগ উঠল। অভিষেক সিং নামে সেই অফিসার অবশ্য চাকরি থেকে ইস্তফা দিয়েছেন কিছুদিন আগে। তাঁর বিরুদ্ধে অভিযোগ, নিজেকে প্রতিবন্ধী হিসেবে প্রমাণ করার জন্য তিনিও জাল নথি পেশ করেছিলেন এবং সুযোগ নিয়েছিলেন ইউপিএসসি পরীক্ষায়। প্রায় একযুগ আইএএস অফিসার পদে কাজ করার পরে গতবছরই উত্তরপ্রদেশ সরকারের চাকরি ছাড়েন তিনি। প্রথমে রাজনীতির টানে, পরে সম্ভবত অভিনয় জগতে পা রাখার লক্ষ্যে। কিন্তু তাঁকে ঘিরে প্রশ্ন এবং ঘোরতর সংশয় দেখা দিয়েছে সোশ্যাল মিডিয়ায় তাঁর নাচ এবং জিম করার ভিডিও দেখেই।
আরও পড়ুন-১০ আমলাকে বদলি, জ্বালা মেটালেন দিশাহারা যোগী, ভোটে চূড়ান্ত বিপর্যয়
২০১১ ব্যাচের এই আইএএস অফিসার ইউপিএসসি পরীক্ষা দেওয়ার সময় দাবি করেছিলেন, তিনি লোকোমোটর ডিজ্যাবিলিটি রোগে আক্রান্ত। তথ্যের দাবি অন্তত তাই। প্রশ্ন উঠেছে, যিনি এমন গুরুতর স্নায়ু এবং হাড়ের রোগে আক্রান্ত তিনি এমন করে নাচেনই বা কীভাবে এবং জিমও বা করেন কেমন করে? প্রতিবন্ধী কোটায় আইএএস অফিসার হওয়ার সুযোগ পাওয়ায় তাঁর নিয়োগ-প্রক্রিয়া নিয়েও ঘোরতর সংশয় দেখা দিয়েছে। অভিষেক সিং অবশ্য তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ উড়িয়ে দিয়েছেন। কিন্তু প্রশ্নটা হচ্ছে, মহারাষ্ট্রের শিক্ষানবিশ আইএএস অফিসার পূজা খেদকরের বিরুদ্ধে যেমন তদন্ত শুরু হয়েছে অভিষেক সিংয়ের বিরুদ্ধে ওঠা অভিযোগ খতিয়ে দেখতে তেমন কোনও তদন্ত শুরু হবে কি? চাকরি থেকে ইস্তফা দেওয়ার অর্থ কি তিনি একেবারেই ধরাছোঁয়ার বাইরে? যোগী সরকার কি এতদিন ঘুমোচ্ছিল? এদিকে পূজা খেদকরের মা মনোরমা খেদকরের খোঁজে তাঁদের পুণের বাড়িতে হানা দেয় পুলিশ। কিন্তু তাঁর কোনও হদিশ এখনও পাওয়া যায়নি। তাঁর মোবাইলেরও সুইচ অফ। পৌড থানার এক পদস্থ পুলিশ অফিসার বললেন, রবিবার এবং সোমবার পরপর দু’দিন আমরা গিয়েছি তাঁর বাড়িতে। কিন্তু আমাদের ভেতরেও ঢুকতে দেওয়া হয়নি। মনোরমা খেদকরের ফোনও বন্ধ। আমরা তদন্ত করছি। মনোরমা এবং তাঁর স্বামী দিলীপ খেদকরের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব। লক্ষণীয়, মনোরমা এক কৃষককে পিস্তল উঁচিয়ে হুমকি দিচ্ছেন— এই পুরনো ভিডিও এবং এক কৃষকের অভিযোগের ভিত্তিতে পূজার মা এবং বাবার বিরুদ্ধে ইতিমধ্যেই মামলা রুজু করেছে পুলিশ। মনোরমার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে অস্ত্র আইনে। এদিকে পূজা খেদকরের বিরুদ্ধে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে কেন্দ্র নিযুক্ত বিশেষ কমিটি। তথ্য গোপন এবং ভুল নথি পেশ করার অভিযোগ তাঁর বিরুদ্ধে প্রমাণিত হলে ফৌজদারি মামলাও পূজার বিরুদ্ধে দায়ের করা হতে পারে বলে জানা গিয়েছে।