মাত্র দু’মাস বয়সে গ্রীষ্মকালে কুনোর (Kuno) তাপদাহ সহ্য করেও নিয়েছিল চিতা শাবক । কিন্তু গাছে উঠে খেলতে গিয়ে হঠাৎ করেই পড়ে যায় কুনোর সেই চিতাশাবক। সূত্রের খবর, ৫ দিন চিকিৎসা চলার পরে গত সোমবার, ৫ অগস্ট কুনোর জঙ্গলে পশু চিকিৎসালয়ে তার মৃত্যু হয়। দক্ষিণ আফ্রিকা (South Africa) থেকে আসা মাদি চিতা গামিনী গত ১০ মার্চ যে ৬টি শাবকের জন্ম দিয়েছিল। সোমবার তার মধ্যে একটি মারা গিয়েছে। গত ১৯ জুলাই মনিটরিংয়ের সময়ে কুনোর বনকর্মীদের চোখে পড়ে মাদি চিতাশাবকটি চলাফেরা করতে পারছে না। তাকে এনে পশু হাসপাতালে চিকিৎসা শুরু করা হয়। জানা গিয়েছে, শাবকটির শিরদাঁড়ায় ফ্র্যাকচার হয়েছে। খেলতে গিয়ে সে গাছে উঠে পড়ে এবং নামার সময়ে হঠাৎ পড়ে যায়। এর ফলেই শিরদাঁড়ায় চোট লাগে।
আরও পড়ুন-বুধবার রাত থেকে বন্ধ থাকবে মা উড়ালপুল
প্রাথমিকভাবে চিকিৎসায় কিছুটা হলেও সাড়া দিচ্ছিল তবে সোমবার সকালে হঠাৎ তার শারীরিক অবস্থার অবনতি হয় এবং শেষরক্ষা করা যায় নি। মধ্যপ্রদেশের বনাধিকারিকরা অটোপসি রিপোর্টের অপেক্ষা করছে। গত মে মাসে গামিনীর আরও এক সন্তান অসুস্থতার ফলে মারা যায়। এই মুহূর্তে কুনোর জঙ্গলে ৫টি চিতা রয়েছে। ১২টি শাবক এবং ১৩টি পূর্ণবয়স্ক। এই পূর্ণবয়স্ক পুরুষ ও মাদি চিতাদের ২০২২-২৩ সালে নামিবিয়া ও দক্ষিণ আফ্রিকা থেকে আনা হয়েছিল। শাবকদের যদিও জন্ম ভারতে।