আবারও মধ্যপ্রদেশের কুনো জাতীয় উদ্যানে মৃত্যু হল পূর্ণবয়স্ক চিতার (Cheetah)। নামিবিয়া থেকে আনা হয়েছিল ওই স্ত্রী চিতা নাভাকে। গতসপ্তাহে শিকার ধরতে গিয়ে জখম হয়েছিল সে। ৮ বছর বয়সি ওই চিতার মৃত্যু হল শনিবার। নাভার মৃত্যুতে পশুদের নিরাপত্তা ও স্বাস্থ্য সংক্রান্ত বিষয় নিয়ে আরও একবার প্রশ্ন উঠছে।
একের পর এক চিতা (Cheetah) বাঘ এনে দেশে তাদের সংখ্যা বাড়ানো হচ্ছে ঠিকই কিন্তু পশুদের কি দেখভাল হচ্ছে? কেন্দ্রের মোদি সরকারের আমলে চিতা এসেছে দক্ষিণ আফ্রিকা, বোৎসোয়ানা, কেনিয়া থেকে। শুধু চিতা বাঘ নিয়ে তাদের একরকম শাস্তি দেওয়া হচ্ছে বলা যেতে পারে। ভারতের আবহাওয়ার সঙ্গে তারা নিজেদের খাপ খাওয়াতে পারছে না সেই কারণে যেমন চিতা মৃত্যুর ঘটনা ঘটছে তেমনই চোরা শিকারিদের উৎপাত রয়েছে।
আরও পড়ুন-এই প্রথম মায়ানমারে ধর্মীয় স্থানে বিমান হামলা! মৃত ২৩
নাভার মৃত্যুর পর এখন চিতার সংখ্যা ২৬। তার মধ্যে ৬টি স্ত্রী, তিনটি পুরুষ এবং ১৭টি শাবক। ওই শাবকগুলির জন্ম হয়েছে ভারতেই। নাভাকে ২০২২ সালের সেপ্টেম্বরে নামিবিয়া থেকে ভারতে নিয়ে আসা হয়েছিল চিতা পুনর্বাসন প্রকল্পের আওতায়। ভারতের মাটিতে চিতার আনাগোনা পুনঃপ্রতিষ্ঠার এই প্রকল্পের শুরুতেই একের পর এক চিতার মৃত্যুতে উঠছে প্রশ্ন। কুনোতে চিতা পুনর্বাসন প্রকল্পের কার্যকারিতা ও প্রস্তুতি নিয়েই উদ্বেগ বাড়ছে বন বিশেষজ্ঞ মহলে।