দার্জিলিং-কালিম্পংয়ে ফের ধস

পাহাড়ে ভারী বৃষ্টির জেরে ডুয়ার্সের বিভিন্ন নদী এবং পাহাড়ি ঝোরাগুলিতে জলের স্রোত বাড়ছে। তার জেরে হড়পা বানেরও আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

Must read

প্রতিবেদন: পরপর ধস আর লাগাতার বৃষ্টিতে বিপর্যস্ত পাহাড় থেকে সমতল। শুক্রবারের পর ফের ধস নামল দার্জিলিং ও কালিম্পংয়ে। ভারী বর্ষায় ফুঁসছে তিস্তা-সহ অন্যান্য নদী। তাই নিচু এলাকা এবং নদীপারের বাসিন্দাদের আগে থেকেই সতর্ক করা হচ্ছে প্রশাসনের তরফে। মাইকেও প্রচার চালানো হচ্ছে। সিকিম-সহ উত্তরের সমতলে চলছে লাগাতার বৃষ্টি হচ্ছে।

আরও পড়ুন-মহিলাদের সুরক্ষায় দশভুজা কন্ট্রোল রুম উদ্বোধনে এডিজি

শুক্রবার রাতে দ্রুতগতিতে জল বাড়তে থাকে তিস্তা নদীতে। প্রশাসনের পক্ষ থেকে টাকিমারি, মালবাজার সাব ডিভিশনের বিভিন্ন এলাকা-সহ জলপাইগুড়ি পুরসভার ২ এবং ৩ নম্বর ওয়ার্ডের তিস্তাপারের বাসিন্দাদের সতর্ক করে মাইকে প্রচার করা হচ্ছে। পাহাড়ে ভারী বৃষ্টির জেরে ডুয়ার্সের বিভিন্ন নদী এবং পাহাড়ি ঝোরাগুলিতে জলের স্রোত বাড়ছে। তার জেরে হড়পা বানেরও আশঙ্কা প্রকাশ করা হয়েছে। সারা রাত বৃষ্টির কারণে পাহাড়ের একাধিক জায়গায় নতুন করে ধস নামে। কালিম্পংয়ের মেল্লিতে ধসে রাস্তা অবরুদ্ধ। দার্জিলিংয়ের চিত্রেতে নতুন করে ধস নেমেছে। কালিম্পং জেলা প্রশাসন থেকে নির্দেশিকা জারি করে জানানো হয়েছে, আপাতত ১০ নম্বর জাতীয় সড়ক বন্ধ থাকবে। গরুবাথান থেকে লাভা হয়ে যে বিকল্প রাস্তা ছিল সেটিও ক্ষতিগ্রস্ত হয়েছে। আপাতত বৃষ্টি থামার কোনও লক্ষণ নেই।

Latest article