প্রতিবেদন : গত ডিসেম্বরেও বিধ্বংসী আগুন লেগেছিল। তার পরও যে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের হুঁশ ফেরেনি, তার প্রমাণ মিলল সোমবার। ফের হলদিয়া পরিশোধনাগারে ভয়াবহ আগুন লাগল। পুড়ে ইতিমধ্যেই তিনজনের আহত খবর পাওয়া গিয়েছে। ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের হলদিয়া রিফাইনারির প্ল্যান্টে ডিলেড ক্র্যাকার ইউনিটে কাজ চলাকালীন হঠাৎ আগুন লেগে যায়।
আরও পড়ুন-ইতিহাস লোককথা আজও টানে কপালকুণ্ডলা মন্দিরে
দ্রুত আগুন বিধ্বংসী চেহারা নেয়। গোটা প্ল্যান্টে ছড়িয়ে পড়ে। তাতেই তিন কর্মী জখম হন। অন্য শ্রমিকেরা তাঁদের উদ্ধার করে বাইরে নিয়ে আসেন। খবর পেয়েই দমকলের পাঁচটি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করতে থাকে। ৪৫ মিনিটের চেষ্টায় আগুন খানিকটা আয়ত্তে আসে। অগ্নিকাণ্ডে তিনজন কর্মী জখম হলেও এখনও মৃত্যুর কোনও খবর পাওয়া যায়নি। আহতদের আইওসির চিকিৎসালয়ে নিয়ে গিয়ে চিকিৎসা করা হয়েছে। কীভাবে আগুন, তা এখনও পরিষ্কার নয়। এর আগে গত ডিসেম্বরে পেট্রোল ইউনিটে ওয়েল্ডিং করার সময় আগুন লেগে যায়। তাতে তিন শ্রমিকের মৃত্যু হয়েছিল, আহত হয়েছিলেন ৪৪ জন। সেই ঘটনার রেশ কাটতে না কাটতে আবার আগুনে কর্মীমহলে তীব্র অসন্তোষ সৃষ্টি হয়েছে। এই দুর্ঘটনার জন্য কর্তৃপক্ষের উদাসীনতাকেই দায়ী করছেন তাঁরা।