প্রতিবেদন : আবারও রাজ্যের অধিকার খর্ব করার পথে বিজেপি সরকার। বুধবার লোকসভায় ৪টি বিল (bill) পেশ করতে চলেছে কেন্দ্র, যার মধ্যে অন্যতম জম্মু-কাশ্মীর পুনর্গঠন (সংশোধনী) বিল, ২০২৫।
আরও পড়ুন-এবার দেরাদুন, বাঙালি জওয়ানের স্ত্রী-কন্যাকে পুলিশি মার
সরকারি নথি অনুযায়ী, সংশোধনী বিলগুলির লক্ষ্য হল গুরুতর অপরাধমূলক মামলায় গ্রেফতার বা হেফাজতে থাকা প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী বা মন্ত্রীকে অপসারণের আইনি কাঠামো তৈরি করা। যদিও, আসল উদ্দেশ্য অন্য রাজ্যের গণতান্ত্রিক ব্যবস্থাকে দুর্বল করে বিজেপির রাজনৈতিক আধিপত্য কায়েম করাই বলে মনে করছে বিরোধী জোট। তৃণমূল কংগ্রেস বলেছে, গণতান্ত্রিক কাঠামোকে স্বৈরাচারী ভঙ্গিতে ভেঙে দিচ্ছে বিজেপি।