নামাজের সময় ফের ভূমিকম্প, ধ্বংস বহু মসজিদ,মৃত ৭০০

এর মধ্যেই পবিত্র রমজান মাসে সোমবার ইদের আগেই শুক্রবারের নামাজের সময় মায়ানমারে প্রাণ হারিয়েছেন ৭০০ জনেরও বেশি।

Must read

মায়ানমারে (Myanmar) প্রতিনিয়ত বাড়ছে মৃতের সংখ্যা । দেড় হাজারেরও বেশি দেহ উদ্ধার হয়েছে। এখনও কত প্রাণহীন দেহ আটকে ধ্বংসস্তূপের নিচে আটকে রয়েছে তার হিসেবে নেই। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির রিপোর্ট অনুযায়ী, সেদিন রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭.৭। তার ঠিক ১২ মিনিটের মাথায় ৬.৪ মাত্রায় ফের কম্পন হয়। তারপর আবারও রাতের দিকে কেঁপে উঠেছিল মান্দালয়। বিশেষজ্ঞরা জানিয়েছেন মাটির নিচে এই ভূমিকম্পে যে ব্যাপক পরিমাণ শক্তি নির্গত হয়েছে, সেটা ৩৩৪টি পরমাণু বোমার শক্তির সমান। এই ভয়ানক কম্পনে মৃতের সংখ্যা কোথায় গিয়ে থামবে, ভাবলেই আতঙ্কের সৃষ্টি হচ্ছে বিশ্ব জুড়েই।

আরও পড়ুন-মিলল না সাড়া, বাধ্য হয়ে কেন্দ্র বন্ধ করল ‘মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেট’ প্রকল্প

এর মধ্যেই পবিত্র রমজান মাসে সোমবার ইদের আগেই শুক্রবারের নামাজের সময় মায়ানমারে প্রাণ হারিয়েছেন ৭০০ জনেরও বেশি। স্প্রিং রেভলিউশন মায়ানমার মুসলিম নেটওয়ার্কের স্টিয়ারিং কমিটির সদস্য তুন কি আজ সোমবার জানান,মান্দালয়ে ৭.৭ মাত্রার ভূমিকম্পে প্রায় ৬০টি মসজিদ ক্ষতিগ্রস্ত হয়েছে। কয়েকটি একেবারে ধ্বংস হয়ে গেছে। এই ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ে নামাজ পড়ার সময় প্রাণ হারিয়েছেন বহু মানুষ। ভূমিকম্পের সময় বেশ কয়েকটি মসজিদ ভেঙে পড়েছে। জানা গিয়েছে, ক্ষতিগ্রস্ত বেশিরভাগ মসজিদই পুরনো । ফলে ভূমিকম্পের তীব্রতা সহ্য় করতে পারেনি।

প্রসঙ্গত, সোমবারের শেষ পাওয়া তথ্য অনুসারে, মায়ানমারে ভূমিকম্পে মৃতের সংখ্যা ১,৭০০ ছাড়িয়েছে। ধ্বংসস্তূপ থেকে মৃতদেহের সারি উদ্ধার হয়েই চলেছে। আহতের সংখ্যা প্রায় সাড়ে তিন হাজার। এখনও বহু মানুষ নিখোঁজ। শুক্রবারের ভূমিকম্পের পর যা পরিস্থিতি তাতে আবারও মান্দালয় আবার ভূমিকম্পের সম্মুখীন হতে পারে। কয়েক মাস ধরে মায়ানমারে ভূমিকম্পের প্রবণতা চলতে পারে। সে-দেশের মাটির নিচে ইন্ডয়ন টেকটোনিক প্লেট ও ইউরেশিয়ান প্লেটের সঙ্গে ক্রমাগত সংঘর্ষ চলছে আর তার ফলেই পরিনাম এই মারাত্মক।

Latest article