আরও ১ বলি সার-আতঙ্কে, নদিয়ায় মৃত্যু হল প্রৌঢ়ের

আবার এসআইআর (SIR) আতঙ্কে মৃত্যু।

Must read

প্রতিবেদন : আবার এসআইআর (SIR) আতঙ্কে মৃত্যু। এবার রানাঘাটের নোকারি অঞ্চলে। এসআইআর আতঙ্কের জেরে মৃত্যু হল এক প্রৌঢ়ের। নাম সুশান্ত বিশ্বাস, বয়স ষাটের কাছাকাছি। এই নিয়ে এসআইআর আতঙ্কে মারা গেলেন সব মিলিয়ে ৪৪ জন।

আরও পড়ুন-বেসরকারি সংস্থার গলদে অরাজকতা

পরিবার সূত্রে জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরেই এসআইআর তালিকায় নাম না থাকা নিয়ে দুশ্চিন্তায় ছিলেন। মাঝে মাঝেই বলতেন, হয়তো দেশ ছাড়তে হবে, নাহলে ডিটেনশন ক্যাম্পে পাঠানো হবে। এই উদ্বেগ থেকেই গতকাল রাত থেকে বুকে ব্যথা শুরু হয়। আজ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।

Latest article