কৃষক বিক্ষোভ: ৭২ ঘণ্টায় ২ বৃদ্ধের মৃত্যু

Must read

চলছে কৃষক বিক্ষোভ (Farmers Agitation)। ৭২ ঘণ্টায় মৃত্যু ২ বৃদ্ধের। গতকাল রবিবার সন্ধেয় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় বছর সত্তরের মনজিৎ সিংয়ের। এর আগে ১৬ ফেব্রুয়ারি গুরুদাসপুর জেলার বাসিন্দা ৭৮ বছর বয়সী জ্ঞান সিংয়ের মৃত্যুর খবর সামনে আসে। পাঞ্জাব ও হরিয়ানা সীমানায় কৃষক বিক্ষোভ চলাকালীন প্রাণ হারালেন দুই বৃদ্ধ।

আরও পড়ুন- আন্তর্জাতিক চাপের মুখে নতি স্বীকার নয়, হামাসের দাবি ‘যুক্তিহীন’: ক্ষুব্ধ নেতানিয়াহু

রবিবার কনৌরি সীমানার কাছে ভারতীয় কিষাণ ইউনিয়নের হয়ে বিক্ষোভে (Farmers Agitation) শামিল হয়েছিলেন পাটিয়ালার কনথালা গ্রামের বাসিন্দা ছিলেন মনজিৎ সিং। সেই সময়ই হৃদরোগে আক্রান্ত হন তিনি। স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে রজিন্দ্র হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন। কিন্তু সেখানে নিয়ে যাওয়ার পরই মনজিৎ সিংকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। এর আগে ১৬ ফেব্রুয়ারি গুরুদাসপুর জেলার বাসিন্দা জ্ঞান সিংয়ের হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়। কেন্দ্রের বিরুদ্ধে চলতি কৃষক বিদ্রোহে এখনও পর্যন্ত প্রাণ হারালেন ২ জন।

 

 

 

Latest article