কাশ্মীরে শহিদ আরও এক জওয়ান, অব্যাহত এনকাউন্টার

Must read

৪৫ ঘন্টারও বেশি সময় কেটে গিয়েছে কিন্তু গুলির লড়াই অব্যহত কাশ্মীরের (Kashmir) অনন্তনাগে। জঙ্গিদের বিরুদ্ধে লড়াইয়ে শহিদ হলেন এক সেনা। বুধবার সেনা ও জঙ্গিদের মধ্যে গুলির লড়াইয়ের সময় গুরুতর আহত হয়েছিলেন তিনি। হাসপাতালে চিকিৎসা চলছিল তাঁর। শুক্রবার ভোরেই মৃত্যু হয় ওই সেনাকর্মীর। অনন্তনাগে গুলির লড়াইয়ে এই নিয়ে এই এনকাউন্টারে এখনও পর্যন্ত মৃত সেনাকর্মীর সংখ্যা বেড়ে দাঁড়াল চার।

আরও পড়ুন- হিমন্তের স্ত্রীকে ১০ কোটি টাকা ভরতুকি দিয়েছে কেন্দ্র! বিস্ফোরক অভিযোগ

উল্লেখ্য, অনন্তনাগ জেলার বিভিন্ন অংশে বিদেশি সন্ত্রাসবাদীরা সুকৌশলে লুকিয়ে রাখে নিজেদের। দুর্গম এলাকা হওয়ার সুযোগ নিয়ে ভারতের এই এলাকায় ঘাঁটি গেড়ে ভারতেই হামলার ছক কষে তারা। তাই তাদের খুঁজে বের করার জন্য এই এলাকায় মাঝেমধ্যেই বিশেষ অভিযান চালায় সেনা। মঙ্গলবারও তাই হয়েছিল। গারল গ্রাম ও পার্শ্ববর্তী এলাকায় লুকিয়ে থাকা জনা তিনেক জঙ্গির সন্ধানে চিরুনি তল্লাশি করা হচ্ছিল। সেদিন পাল্টা গুলি চালাতে শুরু করে জঙ্গিরাও। বুধবার ভোরে দু-পক্ষের মধ্যে ভয়াবহ গুলির লড়াই শুরু হয়। তাতেই আহত হন ভারতীয় সেনার ১৯ নম্বর রাষ্ট্রীয় রাইফেলসের কর্নেল মনপ্রীত সিং, মেজর আশিস ধনচক এবং জম্মু-কাশ্মীর (Kashmir) পুলিশের ডেপুটি সুপার হুমায়ুন মুজাম্মিল ভাট। কিন্তু চিকিৎসা চলাকালীনই মৃত্যু হয় তিনজনের। তারপরেও এখনও চলছে অভিযান। এখনও ড্রোন এবং আরও নানা আধুনিক প্রযুক্তিসম্পন্ন অস্ত্র নিয়ে লুকিয়ে থাকা জঙ্গিদের খতম করার লক্ষ্যে লড়াই করছেন ভারতীয় সেনার জওয়ানরা।
গোটা অভিযানের উপর নজর রাখছেন চিনার কর্পসের জেনারেল অফিসার কমান্ডিং লেফটেন্যান্ট জেনারেল রাজীব ঘাই, ভিক্টর ফোর্স, এবং মেজর জেনারেল বলবীর সিং। তাঁরা জানিয়েছেন, যতক্ষণ না সমস্ত জঙ্গিদের নিকেশ করা সম্ভব হচ্ছে ততক্ষণ পর্যন্ত অভিযান চলবে।

Latest article