আরজি কর : আরও এক মিথ্যাচার প্রকাশ্যে

যে গ্লাভসে ‘রক্ত’, সেই ব্যাচের বরাত দেওয়া হয়নি, এল কীভাবে?

Must read

প্রতিবেদন : পরতে পরতে পরিকল্পিত মিথ্যাচার। সেইসঙ্গে মিডিয়ার একাংশকে খবর খাইয়ে পরিস্থিতি আরও জটিল করে তোলার সুচারু প্রয়াস। আরজি করে (R G Kar) রক্তমাখা গ্লাভসের গালগল্পে এবার আরও এক পর্দাফাঁস হল। বুধবার জানা গেল, যে রক্তমাখা গ্লাভসের কথা তুলে জুনিয়র ডাক্তাররা হইচই তুলেছিল, সেই ব্যাচের গ্লাভস বরাতই দেয়নি হাসপাতাল কর্তৃপক্ষ। সুপার জানিয়েছেন, অর্ডার দেওয়া ব্যাচ নম্বরের সঙ্গে তথাকথিত রক্তমাখা (আসলে রাসায়নিক) গ্লাভসের ব্যাচ নম্বরও আলাদা। তিনি বলেন, বরাত দেওয়া হয়েছিল ২৪০৭০০৭ নম্বরের ব্যাচ। অথচ যা এসেছে তার ব্যাচ নম্বর ২৪০৬০০৬। এটা কী করে হল? এই ব্যাচ নম্বরের গ্লাভস সরবরাহ হল কী করে তদন্ত কমিটি খতিয়ে দেখছে। আমাদের কাছে এই গ্লাভসের কোনও রিসিভ কপিও নেই। সাফ কথা সুপার সপ্তর্ষি চট্টোপাধ্যায়ের। এই ঘটনায় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে প্রাক্তন সাংসদ কুণাল ঘোষ বলেন, কোথা থেকে এল এই গ্লাভস? রাজ্য সরকার ও হাসপাতাল কর্তৃপক্ষকে বদনাম করার জন্য এবং আতঙ্ক ছড়ানোর জন্য কেউ বা কারা এই কাজ করেছে। যারা আতঙ্ক ছড়ানোর চেষ্টা করেছে তাদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা উচিত। এত বড় ঘটনা কারা ঘটাল? কুণালের সংযোজন, যারা অভিযোগ করল তারা এই গ্লাভস কোথা থেকে পেল? তাদেরও হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা উচিত।

আরও পড়ুন- রেজিস্ট্রেশনের সময়সীমা বৃদ্ধি

Latest article