হালতু-কাণ্ডে গ্রেফতার আরও ১ লোন এজেন্ট

Must read

প্রতিবেদন : হালতুতে (Haltu case) ছেলেকে বুকে জড়িয়ে স্বামী-স্ত্রীর মৃত্যুতে গ্রেফতার আরও এক লোন এজেন্ট! দেনার দায়ে দেউলিয়া অটোচালক সোমনাথ রায় ও তাঁর পরিবারের আত্মহননের ঘটনায় বুধবারই চঞ্চল মুখোপাধ্যায় নামে এক লোন রিকভারি এজেন্টকে গ্রেফতার করেছিল পুলিশ। এবার সুভাষগ্রাম থেকে সোমশুভ্র মণ্ডল আরও এক ‘কমিশনখোর’ লোন এজেন্টকে গ্রেফতার করল কসবা থানার পুলিশ। শনিবার সকালে দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর তাকে গ্রেফতার করা হয়। ওই ব্যক্তির বিরুদ্ধে সোমনাথকে একাধিক ব্যাঙ্ক এবং অ্যাপ থেকে কমপক্ষে ১০ লক্ষ টাকা লোন পাইয়ে দিয়ে ‘কমিশন’ খাওয়ার অভিযোগ রয়েছে।

আরও পড়ুন- সাইবার ক্রাইম ঠেকাতে দুই নতুন পদের প্রস্তাব কলকাতা পুলিশের

Latest article