জাতীয়

আইএসআইয়ের মদতে ফের বড় হামলার ছক!

প্রতিবেদন: সম্প্রতি ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলি এক সতর্কবার্তায় জানিয়েছে, জম্মু ও কাশ্মীর (Jammu Kashmir) অঞ্চলে নিরাপত্তা বাহিনী, রেল পরিষেবা এবং পরিযায়ী শ্রমিকদের ওপর ফের হামলার পরিকল্পনা করছে জঙ্গি সংগঠনগুলি। এই বার্তাকে ঘিরে প্রশাসনের মধ্যে নতুন করে উদ্বেগের সঞ্চার হয়েছে। গোয়েন্দা তথ্য অনুযায়ী, পাকিস্তানে ঘাঁটি গেড়ে থাকা কিছু জঙ্গি সংগঠন, বিশেষ করে লস্কর-ই-তৈবা এবং জৈশ-ই-মহম্মদ ইতিমধ্যেই আইএসআইয়ের নির্দেশে জম্মু ও কাশ্মীরে তাদের নেটওয়ার্ক সক্রিয় করেছে। লক্ষ্য, নিরাপত্তা বাহিনীর টহলদার দল, রেল অবকাঠামো এবং বিশেষ করে নির্মাণ কাজে নিযুক্ত পরিযায়ী শ্রমিকদের ওপর হামলা চালানো। গোয়েন্দা সূত্রে আরও জানা গেছে, হামলার সময় নির্দিষ্ট করে বেছে নেওয়া হতে পারে কোনও বড় উৎসবের আগে বা কোনও গুরুত্বপূর্ণ রাজনৈতিক সফরের সময়। বর্তমানে কাশ্মীর (Jammu Kashmir) উপত্যকায় পরিযায়ী শ্রমিকদের উপস্থিতি অনেক বেড়েছে, কারণ নানা সরকারি ও বেসরকারি উন্নয়নমূলক প্রকল্পে কাজ চলছে। গোয়েন্দাদের আশঙ্কা, শ্রমিকদের লক্ষ্য করে হামলা চালানো হলে একদিকে যেমন জনমনে আতঙ্ক ছড়ানো যাবে, অন্যদিকে উন্নয়ন প্রকল্পগুলিকে ব্যাহত করা সম্ভব হবে, যা বিচ্ছিন্নতাবাদী শক্তির পুরনো কৌশল। একইসঙ্গে রেল পরিষেবাকে আঘাত করার পরিকল্পনার মাধ্যমে সাধারণ যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত করার ছক আঁকা হয়েছে।
কেন্দ্রের পক্ষ থেকে আগাম জরুরি সতর্কবার্তায় জম্মু ও কাশ্মীর পুলিশ, কেন্দ্রীয় আধাসামরিক বাহিনী এবং রেল কর্তৃপক্ষকে অবিলম্বে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। জম্মু থেকে বারামুলা পর্যন্ত রেলপথে নিরাপত্তা নজরদারি বাড়ানো হয়েছে। পাশাপাশি যেসব এলাকায় পরিযায়ী শ্রমিকরা অবস্থান করছেন, সেইসব স্থানে নিয়মিত তল্লাশি অভিযান চালানো হচ্ছে এবং শ্রমিকদের নিরাপত্তা বলয়ের মধ্যে রাখার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রশাসনিক সূত্রের খবর, জম্মু ও কাশ্মীরের বিভিন্ন জেলায় নিরাপত্তা ব্যবস্থা আরও মজবুত করতে অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হচ্ছে। সন্দেহভাজন গতিবিধি নজরে রাখতে সিসিটিভি ক্যামেরা, ড্রোন নজরদারি এবং ইন্টেলিজেন্স ইউনিটের কাজকর্ম বাড়ানো হয়েছে। পাশাপাশি স্থানীয় পুলিশ এবং গোয়েন্দা সংস্থাগুলির মধ্যে সমন্বয় বাড়ানো হয়েছে, যাতে কোনও আশঙ্কাজনক পরিস্থিতি তৈরি হওয়ার আগেই তা ঠেকানো সম্ভব হয়।
উল্লেখ্য, গত কয়েক বছরে কাশ্মীরে পরিযায়ী শ্রমিকদের ওপর জঙ্গি হামলার ঘটনা নতুন কিছু নয়। ২০২১ এবং ২০২২ সালে একাধিকবার নির্মাণকর্মী ও ফল বিক্রেতাদের নিশানা করে হামলা চালানো হয়েছিল, যার ফলে বহু পরিযায়ী শ্রমিক কাশ্মীর ছেড়ে চলে যেতে বাধ্য হন। গোয়েন্দাদের মতে, সেই পুরনো কৌশলকেই নতুন করে কার্যকর করতে চাইছে আইএসআই ও তাদের মদতপুষ্ট সংগঠনগুলি। এই সতর্কবার্তার পরিপ্রেক্ষিতে জম্মু ও কাশ্মীরের মানুষ এবং বিশেষত পর্যটক ও শ্রমিক সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে।

আরও পড়ুন-চাপের মুখে ইরানের মধ্যস্থতা ও চিনের সমর্থন চাইল পাকিস্তান

Jago Bangla

Recent Posts

আরও একধাপ এগোলেন! ভ্যান্স-রুবিওকে সঙ্গে নিয়ে গ্রিনল্যান্ড দখল ট্রাম্পের

গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…

54 minutes ago

নিজের কেবিনে একাধিক মহিলার সঙ্গে অশ্লীল আচরণ, সাসপেন্ড পুলিশকর্তা

এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…

4 hours ago

রাজ্যে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা

প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…

4 hours ago

সর্বকনিষ্ঠ সভাপতি, নেপথ্যে কোন অঙ্ক?

নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…

5 hours ago

সিআরপিএফ ক্যাম্পে অমানুষিক নির্যাতনের শিকার নাবালিকা, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করল ক্ষুব্ধ তৃণমূল

নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…

5 hours ago

‘তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি’

দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…

5 hours ago