আরও একটি নোট উদ্ধার, ৪ ভাই-বোনকে নিয়েই ছিলেন আতঙ্কে

Must read

প্রতিবেদন : এনআরসি-আতঙ্কে আত্মঘাতী পানিহাটির প্রদীপ করের (Pradip Kar) বাড়িতে গিয়ে পরিবারের সঙ্গে দেখা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে তিনি বিজেপিকে তীব্র আক্রমণ করে বলেন, একটা মৃত্যু নিয়েও রাজনীতি করছে বিজেপি! মৃতের লেখা ডায়েরির তথ্য তুলে ধরে অভিষেক বলেন, বিজেপি মিথ্যা কথা বলছে। তিনি নিজেকে নিয়ে নয়, চার ভাইবোনের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত ছিলেন। তাঁর ডায়েরিতেই সে-প্রমাণ মিলেছে। নদিয়া জেলায় প্রদীপবাবুর পৈতৃক বাড়ি। সেখানেই তাঁর জন্ম। পরে তিনি পানিহাটিতে চলে আসেন। নদিয়ায় তাঁর বাড়ি-জমি থাকলেও ভাইবোনেদের কিছু নেই। তাই ভাইবোনেদের কী হবে এটাই ছিল আসল চিন্তা। তাঁরা যদি এনআরসির কোপে পড়ে, সেই ভয়ই কুরে কুরে খাচ্ছিল প্রদীপকে (Pradip Kar)। তাঁদের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তাই এই পরিণতির দিকে ঠেলে দিল কিনা সেটাই এখন প্রশ্ন।

আরও পড়ুন- সারা বাংলার একটাই স্বর জাস্টিস ফর প্রদীপ কর, কাল মহামিছিল

Latest article