প্রতিবেদন : ফের টার্গেট কোচবিহার, ফের এনআরসি নোটিশ (NRC Notice)! এবার অসমের বিজেপি সরকার এনআরসি নোটিশ পাঠিয়েছে মাথাভাঙা এলাকার হাজরাহাট-২ গ্রাম পঞ্চায়েতের নির্বাচিত প্রধানকে! যা নিয়ে উঠেছে প্রশ্ন। তীব্র ক্ষোভ প্রকাশ করা হয়েছে দলের সোশ্যাল সাইটে। হেনস্থার নোটিশ (NRC Notice) তুলে ধরে জানতে চাওয়া হয়েছে কীভাবে একজন জনপ্রতিনিধিকে নোটিশ পাঠাতে পারে অসম সরকার? অসমের নলবাড়ির ফরেনার্স ট্রাইব্যুনাল সমন পাঠিয়েছে কোচবিহারে। তাঁকে ২৭ অগাস্ট হাজিরা দিয়ে নিজের ‘নাগরিকত্ব’র প্রমাণ দিতে বলা হয়েছে! একজন নির্বাচিত জনপ্রতিনিধিকে এইভাবে হেনস্থা করা হচ্ছে কেন? বাংলা কি অসমের অধীনে? এটি একটি কাপুরুষোচিত চক্রান্ত যেখানে বাঙালিদের হয়রানি ও অপমান করা হচ্ছে এবং আমাদের সাংবিধানিক অধিকার খর্ব করার নোংরা চেষ্টা চলছে। এটা সরাসরি সংবিধান এবং বাংলার সম্মানের উপর আঘাত। এইভাবে আমরা চুপ থাকব না! আমাদের পরিচয় নিয়ে কোনও ছেলেখেলা চলবে না, আমাদের নাগরিকত্ব নিয়ে কোনও অনৈতিক বিচারের প্রশ্নই ওঠে না! উল্লেখ্য, উত্তমকুমার ব্রজবাসী, নিশিকান্ত দাস, মোমিনা বিবি, অঞ্জলি শীলের পর ফের বাংলার বাসিন্দাকে অসম সরকারের এনআরসি নোটিশ পাঠিয়ে হেনস্থা। এর আগে এনআরসি নোটিশের প্রতিবাদে পথে নেমেছেন উত্তম, নিশিকান্তরা। নোটিশের কোনও উত্তর দেওয়া হবে না, নোটিশ মানা হচ্ছে না বলেও সরাসরি জানিয়ে দিয়েছেন মোমিনা, অঞ্জলি। প্রত্যেকেই আস্থা রেখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর। এবার পঞ্চায়েত প্রধানকে এনআরসি নোটিশ পাঠানোয় বিজেপি সরকারের বিরুদ্ধে উঠছে নিন্দার ঝড়। এইভাবে হেনস্থার জবাব তৃণমূল দেবে এবং শেষ দেখে ছাড়বে বলে কড়া ভাষায় জানিয়েছে দল।