হাঁসখালি-কাণ্ড গ্রেফতার হল আরও এক

ঘটনার পরই মাকে নিয়ে বাড়িতে তালা মেরে পালিয়েছিল। শুক্রবার রাতে রঞ্জিতের বাড়িতে হানা দিয়েছিল সিবিআই। বাড়িতে কেউ ছিল না।

Must read

সংবাদদাদাতা, হাঁসখালি: হাঁসখালি-কাণ্ডের তদন্তভার নেওয়ার পর সিবিআইয়ের হাতে প্রথম গ্রেফতার হল একজন। নাম রঞ্জিত মল্লিক। গেঁড়াপোতারই বাসিন্দা। শনিবার, রানাঘাট থেকে ধরা হয় তাকে। রঞ্জিত মূল অভিযুক্ত সোহেল ও প্রভাকরের বন্ধু। ঘটনার দিন সোহেলের বাড়িতে সেও হাজির ছিল বলে জানা গিয়েছে। ওর বাবা নেই, মাকে নিয়ে থাকত।

আরও পড়ুন-হতাশ ম্যান ইউ সমর্থকদের বিক্ষোভ

ঘটনার পরই মাকে নিয়ে বাড়িতে তালা মেরে পালিয়েছিল। শুক্রবার রাতে রঞ্জিতের বাড়িতে হানা দিয়েছিল সিবিআই। বাড়িতে কেউ ছিল না। বাড়ির তালাবন্ধ দেখে সিবিআই পাল্টা তালা মেরে বাড়ি সিল করে দেয়। এদিন রানাঘাট থেকে রঞ্জিতকে ধরে সিবিআইয়ের অস্থায়ী শিবিরে নিয়ে যাওয়া হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য। রঞ্জিতকে নিয়ে হাঁসখালি-কাণ্ডে গ্রেফতার হল তিনজন। সেই সঙ্গে জানা গিয়েছে, হাঁসখালির নির্যাতিতা নাবালিকার বাবা-মায়ের ডিএনএ পরীক্ষা করা হবে বলেও জানা গিয়েছে।

Latest article