ফের ট্রাম্পের বিরুদ্ধে ক্ষোভের বিস্ফোরণ মার্কিন মুলুক জুড়ে

ক্ষমতায় ফেরার একবছর পূর্ণ হয়নি এখনও। কিন্তু তারমধ্যেই পরপর ৩ বার ট্রাম্প বিরোধী বিক্ষোভে উত্তাল মার্কিন মুলুক। পথে নেমেছেন লক্ষ লক্ষ মানুষ।

Must read

ওয়াশিংটন: ক্ষমতায় ফেরার একবছর পূর্ণ হয়নি এখনও। কিন্তু তারমধ্যেই পরপর ৩ বার ট্রাম্প বিরোধী বিক্ষোভে উত্তাল মার্কিন মুলুক। পথে নেমেছেন লক্ষ লক্ষ মানুষ। রাজধানী ওয়াশিংটন থেকে শুরু করে বিক্ষোভের আগুন ছড়িয়ে পড়েছে নিউইয়র্ক, শিকাগো, বস্টন, লস অ্যাঞ্জেলেসের মতো বড় শহরে। লাখো জনতার কণ্ঠে প্রতিধ্বনিত হয়েছে, আমেরিকায় কোনও রাজা নেই। বিক্ষোভের ডাক দিয়েছিল নাগরিক সংগঠন ‍‘নো কিংস’। তাদের ওয়েবসাইটে লেখা হয়েছে, প্রেসিডেন্ট (ট্রাম্প) ভাবেন তাঁর রাজত্বই সর্বশ্রেষ্ঠ। মনে রাখতে হবে, আমেরিকায় কোনও রাজা নেই। আর আমরা কোনও বিশৃঙ্খলা, দুর্নীতি এবং নিষ্ঠুরতা সহ্য করব না। অনেকেই আবার স্বাগত জানালেন অভিবাসীদের।

আরও পড়ুন-আপাতত বিরতিতে সীমান্ত সংঘর্ষ, আরও একবার শান্তিচুক্তি পাক-আফগানে

কত লোক হয়েছিল বিক্ষোভে? নো কিংসের দাবি, অন্তত ৭০ লক্ষ মানুষ নেমেছিলেন আমেরিকার রাজপথে। শুধু নিউইয়র্কেই লক্ষাধিক। এইচ-১-বি ভিসার জন্য বড়সড় অঙ্কের টাকা, অভিবাসীদের সরাতে সেনা নামানো, কর্মী ছাঁটাই, শুল্কনীতি-সহ একাধিক বিষয়ে ক্ষুব্ধ মার্কিনিরা। ট্রাম্পের বিরুদ্ধে বিস্ফোরণ হয়েছে সেই ক্ষোভেরই।
মাত্র কয়েকমাসেই ট্রাম্পের বিরুদ্ধে আমেরিকাবাসীদের এই ক্ষোভ চিন্তা বাড়িয়েছে রিপাবলিকানদের। নিউ ইয়র্কের টাইমস স্কোয়ার মুখী প্রত্যেকটি রাস্তায় মানুষের ঢল চোখে পড়ার মতো। হাতে প্ল্যাকার্ড, ট্রাম্পের কুশপুতুলও ছিল। স্লোগান ওঠে, ‘ডেমোক্র্যাসি নট মনার্কি’ (গণতন্ত্র, রাজতন্ত্র নয়), ‘দ্য কনস্টিটিউশন ইজ নট অপশনাল’।
কী প্রতিক্রিয়া ট্রাম্পের? আমল দিতে নারাজ তিনি। ট্রুথ সোশ্যালে একটি এআই জেনারেটেড ভিডিও পোস্ট করেছেন। তাতে ট্রাম্পকে মাথায় রাজার মুকুট পরে একটি যুদ্ধবিমানে করে উড়তে দেখা যাচ্ছে। সেই যুদ্ধবিমানটির নাম ‘কিং ট্রাম্প।’ সেই যুদ্ধবিমানটি থেকে বিক্ষোভকারীদের মাথায় বর্জ্যপদার্থ ফেলছেন ট্রাম্প। সেটাই এআই ভিডিওতে দেখা যাচ্ছে।

আরও পড়ুন-৭ লক্ষ বছর পরে ঘুম ভাঙল ইরানের তাফতান আগ্নেয়গিরির, বিস্ফোরণ যে কোনও মুহূর্তেই

আমেরিকা যখন বিক্ষোভে উত্তাল, ট্রাম্প ফ্লোরিডায় নিজের বিলাসবহুল Mar-a-Lago হোটেলে সপ্তাহান্তের ছুটি কাটাচ্ছেন। ট্রাম্প এবং তাঁর অনুগামীদের দাবি, ডেমোক্র্যাটরা আন্দোলনে উসকানি জুগিয়েছেন। এই বিক্ষোভে চরম বামপন্থীদেরও হাত দেখছেন তাঁরা। যদিও বিক্ষোভকারীদের দাবি, আমেরিকায় একনায়কতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে এগোচ্ছেন ট্রাম্প।

Latest article