বঙ্গ

নতুন করে আরও ১৫,৮০০ কোটি টাকা বিনিয়োগ: সঞ্জীব গোয়েঙ্কা

কলকাতায় এই প্রথম হচ্ছে বিজনেস কনক্লেভ। বৃহস্পতিবার ‘বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রি কনক্লেভ’-এর মঞ্চ থেকে বাংলার জন্য বড়সড় বিনিয়োগের ঘোষণা করলেন আরপিএসজি (RPSG) গ্রুপের চেয়ারম্যান সঞ্জীব গোয়েঙ্কা (Sanjeev Goenka)। ধনধান্য স্টেডিয়ামে অনুষ্ঠিত এই কনক্লেভে উপস্থিত ছিলেন হর্ষ নেওটিয়া, সঞ্জীব পুরি, রুদ্র চট্টোপাধ্যায়, সঞ্জয় বুধিয়া, উমেশ চৌধুরী প্রমুখ। ছিলেন জিন্দল গোষ্ঠীর কর্ণধার সজ্জন জিন্দালের ছেলে পার্থ জিন্দাল ও রিলায়েন্স গোষ্ঠীর প্রতিনিধিও। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মুখ্যসচিব মনোজ পন্থ, শিল্পমন্ত্রী শশী পাঁজা, শিল্প দফতরের সচিব বন্দনা যাদব ও ফিরহাদ হাকিম, চন্দ্রিমা ভট্টাচার্য, অমিত মিত্র।

আরও পড়ুন-আমাদের ৭০ শতাংশ বিনিয়োগ বাংলায়, বাড়ছে কর্মসংস্থান: হর্ষবর্ধন নেওটিয়া

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূয়সী প্রশংসা করে এদিন সঞ্জীব গোয়েঙ্কা বলেন, “২৬৫০০ কোটি টাকা আমরা বিনিয়োগ করেছি গত ১৫ বছরে। এটা সম্ভব হয়েছে মুখ্যমন্ত্রীর জন‍্য। পশ্চিমবঙ্গে নতুন করে আরও ১৫,৮০০ কোটি টাকা বিনিয়োগ করব। মূলত পরিবেশবান্ধব বিদ্যুৎ প্রকল্প, শিক্ষা এবং স্বাস্থ্য পরিকাঠামো উন্নয়নের লক্ষ্যেই এই বিপুল অর্থ খরচ করা হবে। গত ১৫ বছরের সাফল্যের ধারা বজায় রেখেই এবার নতুন বিনিয়োগের পরিকল্পনা নেওয়া হয়েছে। এই মেগা পরিকল্পনার সবচেয়ে বড় অংশটি হল বিদ্যুৎ ক্ষেত্র। ভারতে এই প্রথমবার কোনও রাজ্যে ৫০০০ মেগাওয়াট আওয়ার (MWh) ক্ষমতার একটি বিশাল ব্যাটারি স্টোরেজ প্রকল্প গড়ে তোলা হবে। এই একক প্রকল্পের জন্যই গ্রুপ প্রায় ১২,০০০ কোটি টাকা লগ্নি করবে। এই ব্যবস্থা কার্যকর হলে কলকাতা শহর প্রয়োজনীয় মোট বিদ্যুতের অন্তত ৫০ শতাংশ নবায়নযোগ্য শক্তি বা ‘রিনিউয়েবল এনার্জি’ থেকে পাবে, যা দেশের কোনও মেট্রো শহরের ক্ষেত্রে নজিরবিহীন।”

আরও পড়ুন-রাতের কলকাতায় ভয়াবহ অগ্নিকাণ্ড! নিউটাউনে পুড়ল ঝুপড়ি

​বিদ্যুৎ প্রকল্পের পাশাপাশি সামাজিক পরিকাঠামো নিয়ে তিনি ঘোষণা করেছেন, “আরপি গোয়েঙ্কা ইন্টারন্যাশনাল স্কুল (RPGIS)-এর দ্বিতীয় ক্যাম্পাস তৈরির জন্য ৫০০ কোটি টাকা বিনিয়োগ করা হচ্ছে। রাজ্যে বিশ্বমানের চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে ১০০০ কোটি টাকা ব্যয় করে একটি অত্যাধুনিক হাসপাতাল তৈরি করা হচ্ছে। ২০২৬ সালের জানুয়ারি মাসের মধ্যে এই হাসপাতালটি চালুর লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।” সঞ্জীব গোয়েঙ্কা এদিন স্পষ্ট জানান, “আমি সমস্ত বিনিয়োগকারীদের বলব এগিয়ে আসুন এবং বাংলায় বিনিয়োগ করুন, কারণ বাংলা মানেই ব্যবসা।” গোয়েঙ্কার বিনিয়োগ ও চিন্তাধারা রাজ্যের শিল্পায়ন ও আগামী দিনে কয়েক হাজার কর্মসংস্থানের ক্ষেত্রে উল্লেখযোগ্য বলে মনে করা হচ্ছে।

Jago Bangla

Recent Posts

নিজের কেবিনে একাধিক মহিলার সঙ্গে অশ্লীল আচরণ, সাসপেন্ড পুলিশকর্তা

এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…

2 hours ago

রাজ্যে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা

প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…

2 hours ago

সর্বকনিষ্ঠ সভাপতি, নেপথ্যে কোন অঙ্ক?

নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…

3 hours ago

সিআরপিএফ ক্যাম্পে অমানুষিক নির্যাতনের শিকার নাবালিকা, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করল ক্ষুব্ধ তৃণমূল

নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…

3 hours ago

‘তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি’

দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…

3 hours ago

হাড় নিরাময়কারী আঠা

অর্থোপেডিক সার্জারির এক নতুন দিগন্ত। হাড় বা অস্থি, দেহের অন্যতম শক্ত অংশ যা আমাদের শরীরের…

3 hours ago