আরও এক মরশুম লাল-হলুদে ক্লেটন

গত দু’বছরের টপ স্কোরার ক্লেটন সিলভাকে ধরে রাখল ইস্টবেঙ্গল। ৩৭ বছর বয়সি ব্রাজিলীয় স্ট্রাইকার নতুন মরশুমেও লাল-হলুদ জার্সি গায়ে চাপাবেন

Must read

প্রতিবেদন : গত দু’বছরের টপ স্কোরার ক্লেটন সিলভাকে ধরে রাখল ইস্টবেঙ্গল। ৩৭ বছর বয়সি ব্রাজিলীয় স্ট্রাইকার নতুন মরশুমেও লাল-হলুদ জার্সি গায়ে চাপাবেন। গত দুই মরশুমে সব টুর্নামেন্ট মিলিয়ে ৫৫ ম্যাচে ২৭ গোল করেছেন ক্লেটন। এছাড়া ৮টি অ্যাসিস্টও রয়েছে তাঁর নামের পাশে। গত মরশুমে ইস্টবেঙ্গলকে সুপার কাপ চ্যাম্পিয়ন করতে বড় ভূমিকা পালন করেছিলেন এই ব্রাজিলীয়। ফাইনালে জয়সূচক গোল করার পাশাপাশি তিনি ছিলেন টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা।

আরও পড়ুন-ইডি-র আবেদন খারিজ, জামিন পেলেন অরবিন্দ কেজরিওয়াল

আরও একটা মরশুম লাল-হলুদ জার্সি গায়ে চাপানোর সুযোগ পেয়ে উচ্ছ্বসিত ক্লেটন নিজেও। তিনি বলেছেন, ‘‘ইস্টবেঙ্গলের মতো ঐতিহ্যশালী ক্লাবে নিজের যাত্রা বজায় রাখতে পেরে আমি রোমাঞ্চিত। আমাদের সমর্থকদের জন্য সব সময় নিজের সেরাটা দিয়েছি। লাল-হলুদ জার্সিতে সুপার কাপ জয় আমার কেরিয়ারের অন্যতম সেরা মুহূর্ত। একটা দীর্ঘ মরশুম আমাদের সামনে অপেক্ষা করছে। আমাদের সমর্থন করতে থাকুন।’’

আরও পড়ুন-বন্ধ হল দার্জিলিং-কালিম্পং সড়কপথ

ক্লেটনের মতো অভিজ্ঞ স্ট্রাইকারকে ধরে রাখতে পেরে খুশি কার্লেস কুয়াদ্রাতও। লাল-হলুদ কোচের বক্তব্য, ‘‘শেষ দুটো মরশুমে ক্লেটন আমাদের সর্বোচ্চ গোলদাতা। পাশাপাশি দলকে অসাধারণ নেতৃত্ব দিয়েছে। ওর গোলে আমার এমন কয়েকটা গুরুত্বপূর্ণ জয় পেয়েছি। বিশেষ করে, সুপার কাপ ফাইনালে সংযুক্ত সময়ে করা ওর গোলটা তো ইস্টবেঙ্গল সমর্থকরা আজীবন মনে রাখবেন। কারণ ওই গোলেই আমাদের ১২ বছরের ট্রফি খরা মিটেছিল।’’

Latest article