লোকসভা ভোটের আগে আবার ধাক্কা, বিজেপির সঙ্গে যেতে চায় না আকালি দল

তামিলনাড়ুতে এআইএডিএমকে-র পর এবার পাঞ্জাবে আকালি দল। তারও আগে বিহারে জেডিইউ।

Must read

প্রতিবেদন : তামিলনাড়ুতে এআইএডিএমকে-র পর এবার পাঞ্জাবে আকালি দল। তারও আগে বিহারে জেডিইউ। একের পর এক বিজেপির সঙ্গত্যাগের হিড়িক বাড়ছে একদা জোটসঙ্গীদের।

আরও পড়ুন-নির্বাচনের আগে কোন্দল সামলাতে নাজেহাল বিজেপি

বছর ঘুরলেই লোকসভা নির্বাচন। ইতিমধ্যেই মেগা ফাইটকে সামনে রেখে রাজনৈতিক ঘুঁটি সাজাতে নেমে পড়েছে সব দল। এবার সেই আবহে বড় ধাক্কা খেল গেরুয়া শিবির। বিজেপির একসময়ের জোটসঙ্গী শিরোমণি আকালি দল স্পষ্ট জানিয়ে দিল, চব্বিশের নির্বাচনের আগে নতুন করে এনডিএতে ফেরার আর সম্ভাবনা নেই। আকালি দলের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, ২০২৪ সালে বিজেপির হাত ধরবে না তারা। বুধবার দলের বর্ষীয়ান নেতা নরেশ গুজরাল একথা জানিয়েছেন। এদিন আকালি দলের প্রবীণ নেতা জানিয়েছেন, লোকসভা নির্বাচনের আগে তাঁরা বিজেপির সঙ্গে নতুন করে গাঁটছড়া বাঁধার কথা ভাবছেন না। তাঁর দাবি, আকালি দলের সাংসদ হরসিমরত কৌর লোকসভার বাদল অধিবেশনে অনাস্থা প্রস্তাব ও মহিলা সংরক্ষণ বিল প্রসঙ্গে যে ভাষণ দিয়েছিলেন, সেখান থেকেই পরিষ্কার ইঙ্গিত মিলেছিল যে শিরোমণি আকালি দল আর যাই করুক, বিজেপির জোটসঙ্গী হবে না। কিন্তু কেন এই দূরত্ব?

আরও পড়ুন-তৃণমূলের সুরেই দাবি কর্নাটকের বিজেপি বিধায়কেরও, ভারতের প্রথম প্রধানমন্ত্রী নেতাজি

সেই প্রসঙ্গে নরেশ গুজরাল জানান, শিরোমণি আকালি স্থানীয় দল। এই দলের মূল লক্ষ্য শুধুই পাঞ্জাব। নরেশের কথায়, আমাদের উচিত করুণানিধি মডেল অনুসরণ করে চলা। যতবার তাঁর দল হেরেছে তিনি মাটির কাছে ফিরে এসেছেন। রাজ্যে দলের অবস্থানকে মজবুত করেছেন। লোকসভায় আমরা ৪ বা ৫টি আসন পেলাম কি পেলাম না, তা আমাদের কাছে গুরুত্বপূর্ণ নয়। আমার পাঞ্জাবেই থাকব। আকালি নেতা আরও জানিয়েছেন, যদি কংগ্রেস ও আপ পাঞ্জাবে জোট বাঁধে, আকালি দল আরও বড় শক্তি হিসেবে উঠে আসবে।

Latest article