ফের খড়গপুর আইআইটিতে (IIT Kharagpur) ছাত্রের অস্বাভাবিক মৃত্যু। সোমবার রাতে মৃত্যু হয় ওই ছাত্রের। ৭ দিনের মধ্যে দুই ছাত্রের মৃত্যু! মৃতের নাম চন্দ্রদীপ পাওয়ার। মধ্যপ্রদেশের বাসিন্দা চন্দ্রদীপ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং-র দ্বিতীয় বর্ষের পড়ুয়া।
শ্বাসনালীতে ওষুধ আটকে গিয়ে ওই পড়ুয়ার মৃত্যু হয়েছে বলে পুলিশ জানিয়েছে। পুলিশ এবং খড়্গপুর আইআইটি সূত্রে খবর, চন্দ্রদীপ থাকতেন নেহরু হলে। ওই হস্টেলের ডি-৪০৮ রুমে থাকতেন। বেশ কয়েকদিন ধরেই জ্বর-সর্দিতে ভুগছিলেন। রাতে খাওয়ার পরে চিকিৎসকের প্রেসক্রাইব করা ওষুধ খান ওই পড়ুয়া। গলায় ওষুধ আটকে শ্বাসকষ্ট শুরু হয় তাঁর। দ্রুত তাঁকে আইআইটি খড়গপুরের বিসি রায় হাসপাতালে নিয়ে গেলে সিপিআর-ও দেওয়া হয় তাঁকে। তবে, শেষ রক্ষা হয়নি। গতকাল রাত সাড়ে ১১টা নাগাদ মৃত্যু হয় তাঁর। মৃত পড়ুয়ার পরিবারকে খবর দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে আইআইটি খড়গপুর (IIT Kharagpur) কর্তৃপক্ষের তরফে।
আরও পড়ুন- আবারও গণধর্ষণ ওড়িশায়! হকি প্রশিক্ষণের বাহানায় চার কোচের লালসার শিকার নাবালিকা
শুক্রবার আইআইটি খড়গপুরের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের চতুর্থ বর্ষের ছাত্র ঋতম মণ্ডলের অস্বাভাবিক মৃত্যু হয়েছিল। ঋতমের মৃত্যুর মাত্র চার দিনের মধ্যেই আরও এক পড়ুয়ার মৃত্যুর শোকস্তব্ধ আইআইটি খড়গপুর কর্তৃপক্ষ। এই নিয়ে চলতি বছরের প্রথম ৭ মাসেই ৫ জন মেধাবী পড়ুয়ার মৃত্যু হয়েছে আইআইটি খড়্গপুর ক্যম্পাসে।