ফের খড়গপুর আইআইটি-তে (IIT Kharagpur) আত্মহত্যার ঘটনা। আইআইটির আর.পি হল থেকে ঝুলন্ত অবস্থায় রিতম মণ্ডল নামের এক ছাত্রের মৃতদেহ উদ্ধার করল খড়গপুর টাউন থানার পুলিশ। রিতম খড়গপুর আইআইটি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের চতুর্থ বছরের ছাত্র। দক্ষিণ কলকাতার বাসিন্দা। সকালে গেট না খোলায় বন্ধুরা হল ম্যানেজমেন্টকে খবর দেন। হল ম্যানেজার পুলিশকে ডেকে যখন গেট খোলা হয় তখন ঝুলন্ত অবস্থায় তার দেহ উদ্ধার করেছে পুলিশ। রিতমের বাবা উত্তম কুমার মণ্ডলকে ফোন করে সমস্ত বিষয় জানিয়েছে খড়গপুর টাউন থানার পুলিশ।
এই নিয়ে জনুয়ারি মাস থেকে চার পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যু হল ৷ পুলিশের তথ্য বলছে, ২০২২ সালের অক্টোবর মাস থেকে এখনও পর্যন্ত IIT খড়গপুর (IIT Kharagpur) ক্যাম্পাসে সাতজন পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যু হয়েছে৷
আরও পড়ুন-রাজ্যে ‘আশাব্যঞ্জক স্বচ্ছ শহর’-এর তকমা পেল হুগলির বৈদ্যবাটি