ফের SIR আতঙ্কে বাংলায় আত্মহত্যার অভিযোগ! উলুবেড়িয়ায় মৃত্যু যুবকের

Must read

SIR আর তার পথ ধরে NRC- কেন্দ্রের এই নীতির আতঙ্কে একের পর এক প্রাণহানির ঘটনা ঘটছে বাংলায়। এবার ভোটার তালিকায় নাম বাদ পড়ার আতঙ্কে আত্মঘাতী হাওড়ার উলুবেড়িয়ার (Uluberia_SIR) বছর তিরিশের যুবক। পরিবারের অভিযোগ, উলুবেড়িয়ার (Uluberia_SIR) খলিসানির বাসিন্দা জাহির মাল নথিতে নামের বানান ভুল থাকায় আতঙ্ক ভুগছিলেন। মঙ্গলবার, তাঁর ঘর থেকে উদ্ধার হয় দেহ। খবর পেয়েই মন্ত্রী পুলক রায়কে স্বজনহারা পরিবারের পাশে দাঁড়ানোর নির্দেশ দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্য়োপাধ্যায়।

বছর তিরিশের জাহিরের নাম স্বাভাবিকভাবেই ২০০২ সালের ভোটার লিস্টে ছিল না। লিস্টে যাঁদের নাম নেই, তাঁদের ক্ষেত্রে অন্য ১১ টি নথি গ্রহণযোগ্য। পরিবার সূত্রে খবর, ১১ টির মধ্যে কোনও নথিতে নামের বানান ভুল ছিল ওই যুবকের। এসআইআর ঘোষণা হওয়ার পরে একাধিকবার ভুল সংশোধনের চেষ্টায় বিভিন্ন জায়গায় ঘুরেছেন জাহির। কিন্তু সংশোধন করা যায়নি। পরিবারের অভিযোগ, তাতেই আতঙ্কে ভুগতে শুরু করেন জাহির। ঘরছাড়া, এমনকী দেশ ছাড়া হওয়ার আতঙ্ক ছিল তাঁর মধ্যে।

আরও পড়ুন- SIR ষড়যন্ত্রের প্রতিবাদে মহামিছিলে দলনেত্রী ও অভিষেক, জনজোয়ার মহানগরীর রাজপথে

এদিন সকালে যুবকের ঘর থেকে ঝুলন্ত দেহ উদ্ধার হয়। পরিবারের অভিযোগ, এসআইআর আতঙ্কেই আত্মঘাতী হয়েছেন জাহির। অভিষেকের নির্দেশে মৃতের বাড়িতে যান মন্ত্রী পুলক রায়। শোকাহত পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন তিনি। এই আতঙ্কের পরিবেশ সৃষ্টির প্রতিবাদেই আর কিছুক্ষণের মধ্যে কলকাতার রাজপথে প্রতিবাদ মিছিল করবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক।

Latest article