প্রতিবেদন : ফের মুম্বইয়ে (Mumbai) হামলার হুমকি! ট্রাফিক পুলিশের হেল্পলাইন নম্বরে ফোন করে হামলার হুমকি দেওয়া হয়েছে। হুমকিতে লস্কর-ই-জেহাদি নামে একটি সংগঠনের পরিচয় দিয়ে বলা হয়েছে, মুম্বইয়ে নাকি ঢুকে পড়েছে ৩৪ জন মানববোমা ও ৪০০ কেজি আরডিএক্স। এছাড়াও ১৪ জন জঙ্গি পাকিস্তান থেকে মুম্বইয়ে (Mumbai) ঢুকেছে বলেও দাবি করা হয়েছে। হেল্পলাইন নম্বরে এই ফোন আসার পরেই পুলিশি তৎপরতা তুঙ্গে। দিকে দিকে তল্লাশি-অভিযান। তবে সন্ধে পর্যন্ত কিছু মেলেনি। পুলিশের অনুমান, এটা কোনও ভুয়ো হুমকি বার্তা। তবে কোনওরকম শিথিলতা না দেখিয়ে মুম্বই জুড়ে নেমে পড়েছে বম্ব স্কোয়াড ও বিশেষ পুলিশবাহিনী। এই সময়ে গণেশ পুজোর বিসর্জন চলছে। তার মাঝে এই ধরনের হুমকির কারণে সতর্কতা প্রবল। ফোনে হামলার হুমকি দেওয়ার ঘটনা নতুন নয়, গত জুলাই মাসে রাজধানীতে টানা তিনদিন ধরে আটটি বোমা-হামলার হুমকি দেওয়া হয়েছিল। দিল্লির ৫০টির বেশি স্কুলে বোমা-হুমকি দেওয়া হয়েছিল। গত বছর মে মাসে প্রায় ৩০০টি স্কুলে বোমা-হুমকির ই-মেল পাওয়া গিয়েছিল। যদিও কোনও ক্ষেত্রেই কোনও হামলার ঘটনা ঘটেনি। কিন্তু এবার যেহেতু পুজো বিসর্জনের মতো ঘটনা রয়েছে, তাই অফিসপাড়া থেকে রেল স্টেশন, বাজার, ধর্মীয়স্থান, মলগুলিতে নিরাপত্তা বাড়ানো হয়েছে।
আরও পড়ুন- দেওয়াল ধসে মৃত্যু মা ও দুই মেয়ের, সাহায্য অভিষেকের