১ মাসের মাথায় ফের ট্রেন দুর্ঘটনা। চন্ডীগড় (Chandigarh) থেকে আসাম (Assam) গামী ১৫৯০৪ ডিব্রুগড় এক্সপ্রেস আজ উত্তর প্রদেশের গোন্দা রেলস্টেশনের কাছে লাইনচ্যুত হয়েছে। শেষ পাওয়া খবর অনুযায়ী কমপক্ষে ৪ জনের মৃত্যু হয়েছে। ট্রেনটি গতকাল চন্ডিগড় ছাড়ে। আজ বেলা আড়াইটে নাগাদ মতিগঞ্জ এবং ঝিলাহি রেলস্টেশনের মাঝে ট্রেনটির কমপক্ষে ১২ টি বগি লাইন থেকে ছিটকে যায়। কয়েকটি বগি পাশের নয়ানজুলিতে গিয়ে পড়ে। ঘটনায় আহত বেশ কয়েকজন। ইতিমধ্যে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছেছে।
আরও পড়ুন-চর্মনগরীতে বিরাট লগ্নি, ২.৫ লক্ষ কর্মসংস্থান
বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন। শুধু তাই নয়, যাত্রী সুরক্ষা নিয়ে এদিন তিনি প্রশ্ন তুলেছেন। নিজের এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, ‘ইউপির গোন্ডায় আজ আরেকটি মর্মান্তিক রেল দুর্ঘটনার কথা জেনে আমি দুঃখিত! আরেকটি ট্রেন লাইনচ্যুত, এবার চণ্ডীগড়-ডিব্রুগড় এক্সপ্রেস! রেল কর্তৃপক্ষ কি করছে!! ভারত সরকার কি করছে!! যাত্রীদের নিরাপত্তা সর্বাগ্রে!! সরকার কবে বুঝবে! শোকাহত পরিবারের প্রতি আমার সমবেদনা রইল ও আহতদের দ্রুত আরোগ্য কামনা করি।”
Sad to know of yet another tragic rail accident today, at Gonda, UP! Another derailment of train, this time of Chandigarh- Dibrugarh Express!
What are the railway authorities doing!! What is the Government of India doing !! Safety and security of passengers are paramount !!…
— Mamata Banerjee (@MamataOfficial) July 18, 2024