রাজ্যের মেডিক্যাল কলেজগুলিতে (Medical college) নিরাপত্তার জন্য ইতিমধ্যেই সিসিটিভি (CCTV) বসানোর কাজ চলছে। নিরাপত্তা নিশ্চিত করতে ও অবাধ গতিবিধি নিয়ন্ত্রণ করতে সিসিটিভি বসানোর কথা হয়েছে মেডিক্যাল কলেজ-হাসপাতালগুলিতে। কিন্তু এই নিরাপত্তা নিশ্চিত করার প্রক্রিয়ার মধ্যেই নতুন অভিযোগ সামনে আনলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সিসিটিভির টেন্ডারে এবার দুর্নীতির অভিযোগ করেন বিরোধী দলনেতা। সিসিটিভির খরচ প্রয়োজনের তুলনায় অনেক বেশি ধার্য করা হয়েছে বলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন তিনি।
আরও পড়ুন-মহারাষ্ট্রে ভোট প্রচারে ‘মিথ্যে’ প্রতিশ্রুতি নিয়ে তীব্র কটাক্ষ মুখ্যমন্ত্রীর
এবার শুভেন্দু অধিকারীর সেই পোস্টের ভিত্তিতে নিজের সোশ্যাল হ্যান্ডেলে পুরোনো ঘটনা মনে করিয়ে তৃণমূল কংগ্রেসের আইটি সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্য লেখেন, ”বিজেপির সরকার ২০১৬ সালে মহারাষ্ট্রের গ্রেটার মুম্বাইতে মাত্র ৬০০০-টা সিসিটিভি ক্যামেরা বসানোর জন্য ৯৫০ কোটি টাকার বরাত দিয়েছিল। অর্থাৎ বিজেপির সরকার প্রতি সিসিটিভি ক্যামেরা পিছু খরচ করেছিল ১৫ লক্ষ ৮৩ হাজার ৩৩৩ টাকা করে। ভেবে দেখুন, একটি ক্যামেরার পেছনে খরচ প্রায় ১৬ লক্ষ টাকা!
তাদের দলের নেতা আজকে পশ্চিমবঙ্গ নিয়ে প্রশ্ন তুলছে? লজ্জা নেই? পশ্চিমবঙ্গের উত্তর চাওয়ার আগে মহারাষ্ট্রের উত্তর দিন।”