‘বাংলা বিরোধী বাজেট’ এক্সে সরব অভিষেক বন্দ্যোপাধ্যায়

কেন্দ্রীয় বাজেট (Budget) নিয়ে সমালোচনায় মুখর তৃণমূল কংগ্রেস সাংসদ ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়

Must read

কেন্দ্রীয় বাজেট (Budget) নিয়ে সমালোচনায় মুখর তৃণমূল কংগ্রেস সাংসদ ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বাংলার প্রতি ফের বঞ্চনা নিয়ে নিজের এক্স হ্যান্ডেলে সরব হলেন তিনি। যদিও তিনি আগেই বলেছিলেন বাজেটের অনেক বিষয়ে এখনও বিভ্রান্তি দূর হয়নি। অন্তত যেভাবে বাজেট পেশ করা হল তাতে সংশয় থাকছেই। আয়কর কাঠামো নিয়ে যে ঘোষণা হয়েছে তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। ফলে বাজেট বিস্তারিতভাবে দেখতে হবে। কিন্তু এতে সাধারণ মানুষের জন্য কিছু নেই এই বিষয়টা স্পষ্ট। ২০১৪ সালে ক্ষমতায় আসার পর থেকে আজ পর্যন্ত বাংলার জন্য কিছুই দেয়নি বিজেপি সরকার। আগে বাংলা থেকে বিজেপির ১৮ জন সাংসদ ছিল, এখন ১২ জন। আগেও কিছু দেয়নি, এখনও দিল না। বিজেপি সাংসদরা যদিও এর প্রতিবাদ করবেন না। বিজেপি ভোটের কথা ভেবে বাজেট করে। গরিব মানুষের জন্য কিছু করে না।

আরও পড়ুন-নাসার হাত ধরে মহাকাশে পা দেবে শুভাংশু! নয়া ইতিহাস তৈরির পথে ভারত

এরপরেই এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, ”এনডিএ সরকার আবারও জনগণের স্বার্থ অবজ্ঞা করে এমন একটি বাজেট পেশ করল যা কেবলমাত্র রাজনৈতিক সুযোগ-সুবিধাকেই প্রাধান্য দেওয়া হল। এটি জনগণকেন্দ্রিক বাজেট নয়- এটি বিজেপির একটি নির্বাচনী ‘স্টান্ট’ যা নির্বাচনের ক্ষেত্রে সহায়তা করতে এবং নিজের স্বার্থের মানুষদের খুশি করতে তৈরী করা হয়েছে। বাংলার জন্য এই বাজেট একটি অর্থনৈতিক বিশ্বাসঘাতকতা থেকে কম কিছু নয়। রাজ্যের জন্য যুক্তিপূর্ণ আর্থিক বরাদ্দ করা হয়নি। অবশ্যই এটি বাংলার বৃদ্ধি ও উন্নয়নকে দমিয়ে রাখার ইচ্ছাকৃত প্রচেষ্টা ও একটি পরিকল্পিত পদক্ষেপ ৷ বাংলা থেকে বিজেপির ১২ জন সাংসদ থাকা সত্ত্বেও, এই বঞ্চনার বিষয়ে তাদের নীরবতা এই অন্যায়ের সাথে তাদের জড়িত থাকার বিষয়টি আরও স্পষ্ট করে দিচ্ছে।”

আরও পড়ুন-এবারের বাজেটেও বঞ্চিত বাংলা, সাধারণের জন্য কিছুই নেই: বিহার-প্রীতি নিয়ে খোঁচা অভিষেকের

তিনি আরও লেখেন, ”এর থেকে একটাই জোরালো বার্তা স্পষ্ট: এনডিএ সরকার জনগণের কথা চিন্তা করে না – তারা শুধুমাত্র ক্ষমতার কথা চিন্তা করে। এই বাংলা- বিরোধী বাজেট বুঝিয়ে দিচ্ছে বিজেপির জন্য বাংলা একটি রাজনৈতিক লড়াইয়ের ময়দান ছাড়া আর কিছুই নয়। ন্যায্য পাওনা পাওয়ার যোগ্য রাজ্য বাংলা নয়। বাংলার মানুষ ভুলবে না। বাংলার মানুষ ক্ষমা করবে না।”

 

 

Latest article