প্রতিবেদন : বাংলাভাষী পরিযায়ী শ্রমিকদের উপরে নিগ্রহের অভিযোগ নিয়ে আলোচনা করতে রাজ্য বিধানসভার বিশেষ অধিবেশন ডাকা হচ্ছে। ৮ অগাস্ট থেকে ২১ অগাস্ট পর্যন্ত বিধানসভার বিশেষ অধিবেশন চলবে বলে পরিষদীয় দফতর সূত্রে জানানো হয়েছে। পরিযায়ী শ্রমিক-সংক্রান্ত প্রস্তাব ছাড়াও চারটি গুরুত্বপূর্ণ বিল ওই অধিবেশনে পেশ করা হতে পারে। পরিষদীয় দফতর এবং আইন দফতরের মধ্যে এই বিষয় নিয়ে আলোচনা চলছে। বিলগুলির খসড়া চূড়ান্ত হলে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় আনুষ্ঠানিকভাবে অধিবেশনের ঘোষণা করবেন।
আরও পড়ুন-এনআরসি : প্রতিবাদে উত্তম বিজেপির বিরুদ্ধে অবস্থানে
বাংলাভাষা সন্ত্রাস ও বিজেপি-রাজ্যে বাঙালি হেনস্থা নিয়ে ২১ জুলাই শহিদ দিবসের সমাবেশে গর্জে ওঠেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, পরিযায়ী বাঙালিদের উপর ভাষাগত সন্ত্রাস চালাচ্ছে বিজেপি। প্রতিবাদে বাংলায় ‘ভাষা আন্দোলন’ হবে। ২৭ জুলাই থেকে রাজ্য জুড়ে শুরু হবে এই আন্দোলন। মমতার হুঁশিয়ারি, বিজেপি-শাসিত রাজ্যগুলোতে বাংলা ভাষাভাষী মানুষদের উপর নিপীড়ন বন্ধ না হলে, বৃহত্তর আন্দোলনের ঢেউ উঠবে দিল্লিতেও। সেই সুরেই সংসদের অধিবেশনে আরও বেশি করে বাংলা ভাষায় কথা বলবেন তৃণমূল সাংসদেরা। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, সংসদে ভাষান্তরের ব্যবস্থা রয়েছে। যে কোনও সাংসদ অধিবেশন শুরুর এক ঘণ্টা আগে নিজস্ব মাতৃভাষায় কথা বলার জন্য লিখিতভাবে জানালে, তা অনুবাদ করে শোনা যায়। ইতিমধ্যেই কলকাতায় ভাষা-নিপীড়নের বিরুদ্ধে এক প্রতিবাদ মিছিল করেছে তৃণমূল। এরপর বীরভূমের বোলপুরে ভাষা আন্দোলনের সূচনা করবেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মিছিলের নেতৃত্বও দেবেন।