দলিত-বিরোধী বিজেপি জুতোপেটা ইঞ্জিনিয়ারকে

মুখে সংবিধান রক্ষা নিয়ে বড়-বড় কথা বললেও আসলে বিজেপি দলটা দলিত (Dalit), আদিবাসী জনজাতিকে প্রবল ঘৃণার চোখে দেখে

Must read

প্রতিবেদন : মুখে সংবিধান রক্ষা নিয়ে বড়-বড় কথা বললেও আসলে বিজেপি দলটা দলিত (Dalit), আদিবাসী জনজাতিকে প্রবল ঘৃণার চোখে দেখে। মধ্যপ্রদেশ কিংবা উত্তরপ্রদেশে প্রায় প্রতিদিনই দলিত নিগ্রহের ঘটনা ঘটে। তেমনই যোগীরাজ্যের একটি ঘটনা, যেখানে দলিত ইঞ্জিনিয়ারের দিকে হাতে জুতো নিয়ে তেড়ে গেলেন বিজেপি নেতা! সেই ঘটনার ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়া।

আরও পড়ুন-ছাব্বিশে বড় খেলা হবে, মোদিকে কড়া চ্যালেঞ্জ প্রতিবাদে সোচ্চার অরূপ

ঘটনার তীব্র ধিক্কার জানাচ্ছে তৃণমূল কংগ্রেস। দলের তরফে ভাইরাল ভিডিও পোস্ট করে সমাজমাধ্যমে লেখা হয়েছে, দলিত ইঞ্জিনিয়ারকে জুতোপেটা বিজেপি কর্মীর যোগীরাজ্য উত্তরপ্রদেশে। এরা মুখে সংবিধান রক্ষার কথা বলে, আর উল্টোদিকে সংবিধান-বিরোধী কাজে লিপ্ত থাকে। উত্তরপ্রদেশের এই ঘটনার আমরা তীব্র ধিক্কার জানাচ্ছি। অভিযুক্তের দ্রুত শাস্তির দাবি জানাচ্ছি আমরা। দলিত-বিরোধী এই বিজেপির পতনের ডাক দিয়েছে তৃণমূল কংগ্রেস।

Latest article