নবনীতা মণ্ডল, নয়াদিল্লি : খোদ রাজধানীর রাজপথ প্রধানমন্ত্রীর (Anti-PM posters) বিরুদ্ধে পোস্টার-হোর্ডিংয়ে ছয়লাপ। দিল্লির বিভিন্ন এলাকায় মোদি হঠাও-দেশ বাঁচাও পোস্টারে তুমুল চাঞ্চল্য তৈরি হয়েছে। মোদির নামে পোস্টার টাঙানোর অভিযোগে অতিসক্রিয় হয়ে ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শুধু তাই নয়, এই ঘটনায় স্বতঃপ্রণোদিত হয়ে ১০০-র উপর মামলা দায়ের করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের হাতে থাকা দিল্লি পুলিশ। মামলায় প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ আনা হয়েছে। এই পোস্টারকাণ্ডে আম আদমি পার্টির যোগ রয়েছে বলে অভিযোগ দিল্লি পুলিশের।
আরও পড়ুন: বাজি কারখানায় বিস্ফোরণ, মৃত ৮
দিল্লি পুলিশের দাবি, গোটা শহরে প্রায় ৫০ হাজার পোস্টার (Anti-PM posters) লাগানোর পরিকল্পনা হয়েছিল৷ কোন প্রেস থেকে পোস্টার ছাপা হয়েছে তা কোথাও উল্লেখ করা হয়নি৷ দিল্লি পুলিশের বিশেষ নগরপাল দীপেন্দ্র পাঠক জানান, আপের অফিস থেকে বেরনোর সময় একটি গাড়িকে আটকানো হয়৷ সেখানেই বেশ কিছু পোস্টার উদ্ধার হয়েছে৷ যাঁরা গ্রেফতার হয়েছেন তাঁদের মধ্যে গাড়ির চালক, মালিক ও এক ছাপাখানার মালিকও রয়েছেন৷ পাল্টা ট্যুইটে আম আদমি পার্টির অভিযোগ, মোদি সরকারের স্বৈরাচার চরমে৷ এই পোস্টারে আপত্তিকর এমন কী আছে যে ১০০টি এফআইআর করতে হল? মোদি জানেন না, ভারত এক গণতান্ত্রিক দেশ৷ তাহলে সামান্য পোস্টারে এত ভয় কীসের?
পোস্টার বিতর্কে রাজধানী তোলপাড় হওয়ার পর আপের সিদ্ধান্ত, বৃহস্পতিবার যন্তরমন্তরে বিক্ষোভ দেখাবেন দলের দুই মুখ্যমন্ত্রী অরবিন্দ কেরজিওয়াল ও ভগবন্ত সিং মান৷ আপের অভিযোগ, সামান্য পোস্টারকে ঘিরে রাজনৈতিক প্রতিহিংসা মেটাতে নেমেছে বিজেপি সরকার৷ কার্যত জরুরি অবস্থার পরিস্থিতি৷ এর বিরুদ্ধে পথে নামবে দল৷ পাল্টা বিজেপির বক্তব্য, বেআইনি কাজ করেছে আম আদমি পার্টি৷
এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…
প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…
নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…
নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…
দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…
অর্থোপেডিক সার্জারির এক নতুন দিগন্ত। হাড় বা অস্থি, দেহের অন্যতম শক্ত অংশ যা আমাদের শরীরের…