গ্রেফতার আত্মঘাতী জঙ্গি উমরের সঙ্গী! চলছে তদন্ত

Must read

দিল্লির বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার আত্মঘাতী জঙ্গি উমরের সহযোগী আমির রশিদ আলি (Amir Rashid Ali)। আমির এই হামলার ষড়যন্ত্রকারী। এই মামলার তদন্ত হাতে নেওয়ার পর এটাই এনআইএ-র প্রথম গ্রেফতারি। এছাড়াও এই হামলাকে আত্মঘাতী হামলা বলে নিশ্চিত করা হয়েছে। ঘাতক গাড়িতে বোঝাই করা হয়েছিল আইইডি বিস্ফোরক।

ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি বিবৃতি জারি করে জানিয়েছে, দিল্লিতে জঙ্গি হামলা চালাতে উমরের সঙ্গে ষড়যন্ত্র করেছিল আমির (Amir Rashid Ali)। আমির জম্মু ও কাশ্মীরের পাম্পোরের সাম্বুরার বাসিন্দা। ঘাতক গাড়ি কেনার জন্য দিল্লি এসেছিল। আইইডি বোঝাই করে গাড়িটিকে বোমা হিসেবে ব্যবহার করা হয়। সোমবার উমর গাড়ি নিয়ে লালকেল্লার সামনে হামলা চালায়। মৃত্যু হয় ১০ জনের। আহত হয় ৩২ জন। এনআইএ-র জানিয়েছে, তল্লাশি চালিয়ে রবিবার দিল্লি থেকে গ্রেফতার করা হয় আমিরকে। এনআইএ-র আধিকারিকরা জানিয়েছেন, আত্মঘাতী হামলা চালানোর লক্ষ্যে কেনা উমরের আরও একটি গাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে। তদন্তকারীরা গাড়িটিকে খতিয়ে দেখছে।

আরও পড়ুন-বাড়ছে ক্ষোভ, একাধিক অগ্নিসংযোগ ইউনুসের স্বপ্নের গ্রামীণ ব্যাঙ্কে

সোমবার সন্ধেয় দিল্লিতে জঙ্গি হামলা চালিয়েছিল পেশায় চিকিৎসক উমর উল নবি। আত্মঘাতী বিস্ফোরণ ঘটায় ফিদায়েঁ জঙ্গি। ডিএনএ পরীক্ষা করে উমরের পরিচয় নিশ্চিত করেছেন তদন্তকারীরা। তদন্তে আরও তথ্য সামনে এসেছে, দিল্লিতে জঙ্গি হামলা চালাতে এই ‘হোয়াইট কলার’ সন্ত্রাসী মডিউলটি গত এক বছর ধরে আত্মঘাতী হামলাকারী খুঁজছিল। এই মামলায় এনআইএ এখন পর্যন্ত ৭৩ জন সাক্ষীর জবানবন্দি নিয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন বিস্ফোরণে আহত কয়েকজন। বিস্ফোরণের নেপথ্যের সমস্ত যোগসূত্র খতিয়ে দেখতে বহু-রাজ্যে অভিযান চালাচ্ছে সংস্থা।

Latest article