দেশবিরোধী, অসাংবিধানিক : মুখ্যমন্ত্রী

দিল্লি পুলিশের চিঠি হাতে পেয়েই ক্ষোভে ফেটে পড়লেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Must read

প্রতিবেদন : দিল্লি পুলিশের চিঠি হাতে পেয়েই ক্ষোভে ফেটে পড়লেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন-ডিভিসির ছাড়া জলে বানভাসি এলাকা, ত্রাণ নিয়ে মন্ত্রী অরূপ

বললেন, এই চিঠি অবমাননাকর, অপমানের এবং ঘোরতর অসাংবিধানিক ও দেশবিরোধী। অমিত শাহর নিয়ন্ত্রণে রয়েছে দিল্লি পুলিশ। তাঁর মন্ত্রক বাংলাকে বাংলাদেশি ভাষা বলছে। অপমানের। বাংলা আমাদের মাতৃভাষা। রবীন্দ্রনাথ ঠাকুর ও বিবেকানন্দের মাতৃভাষা এই বাংলাই। এই ভাষাতেই লেখা হয়েছে জাতীয় সঙ্গীত ও জাতীয় স্তোত্র। কোটি কোটি মানুষ এই ভাষাতেই কথা বলেন, লেখেন। ভারতীয় সংবিধান এই ভাষাকে স্বীকৃতি দিয়েছে। আর এই ভাষাকেই কি না বলা হচ্ছে বাংলাদেশি ভাষা! বাংলার মানুষ জবাব দেবেন। এই চিঠিটি আসলে সমস্ত বাংলাভাষীদের অপমান করেছে। তারা এই ধরনের ভাষা ব্যবহার করতে পারে না যা আমাদের সকলকে হেয় ও অপমানিত করে। কেন্দ্রে বসে রয়েছে এক বাংলাবিরোধী সরকার। আমরা প্রতিবাদ করছি। সকলে জোটবদ্ধ হয়ে প্রতিবাদ করব। এরা আসলে অসাংবিধানিক শব্দ ব্যবহার করছে। লক্ষ্য বাংলা এবং বাংলাভাষীদের অপমান করা। আমরা বরদাস্ত করব না এই বেয়াদপি।

Latest article