মুখ্যমন্ত্রীর নির্দেশে কোর কমিটির বৈঠকে অনুব্রত

মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে শনিবার থেকেই কোর কমিটির সদস্য হলেন অনুব্রত। সভায় ছিলেন মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, আশিস বন্দ্যোপাধ্যায়-সহ বাকি সদস্যরাও।

Must read

সংবাদদাতা, বোলপুর : শনিবার বীরভূম জেলা তৃণমূল কোর কমিটির বৈঠক অনুষ্ঠিত হল বোলপুরের তৃণমূল কার্যালয়ে। উল্লেখযোগ্যভাবে এদিনের কোর কমিটির বৈঠকে উপস্থিত ছিলেন জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল-সহ কমিটির বাকি ছয় সদস্য। দীর্ঘ দেড় ঘণ্টা বৈঠকের শেষে আহ্বায়ক বিকাশ রায়চৌধুরি জানান, সংগঠন সংক্রান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু আলোচনা হয়েছে। আগামী বিধানসভা নির্বাচনের আগে জেলায় কীভাবে দল সংগঠনের কাজ এগিয়ে নিয়ে যাবে সে বিষয়েও আলোচনা হয়েছে।

আরও পড়ুন-জঙ্গলমহলের নতুন আকর্ষণ সবুজে মোড়া সাদা পাহাড়

সিদ্ধান্ত হয়েছে, এমাসে তিন মহকুমায় কোর কমিটির বৈঠক হবে। ১৫ ডিসেম্বর রামপুরহাটে দ্বিতীয় কোর কমিটির বৈঠক হবে। অনুব্রত মণ্ডলের নেতৃত্বেই কোর কমিটি কাজ করবে। ধান কাটার মরশুম শেষ হলেই ব্লকে ব্লকে বিধানসভা নির্বাচনের প্রাক-প্রস্তুতির কাজ শুরু হয়ে যাবে। কমিটির অন্যতম সদস্য, জেলা সভাধিপতি কাজল শেখ জানান, অনুব্রত মণ্ডলের হাত ধরে তিনি রাজনীতিতে এসেছেন, দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তাঁরা এক সঙ্গেই মানুষের উন্নয়নে কাজ করবেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে শনিবার থেকেই কোর কমিটির সদস্য হলেন অনুব্রত। সভায় ছিলেন মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, আশিস বন্দ্যোপাধ্যায়-সহ বাকি সদস্যরাও।

Latest article